- Home
- Entertainment
- Bollywood
- Akshay kumar : প্রিয়ঙ্কার ভরা যৌবনের নেশায় বুদ অক্ষয়, জানতে পেরে কড়া হুমকি টুইঙ্কেলের
Akshay kumar : প্রিয়ঙ্কার ভরা যৌবনের নেশায় বুদ অক্ষয়, জানতে পেরে কড়া হুমকি টুইঙ্কেলের
- FB
- TW
- Linkdin
অভিনেতা-অভিনেত্রীদের ঘনিষ্ঠ পুরোনো সম্পর্ক, সাক্ষাৎকার নিয়ে পেজ-থ্রির পাতা সরগরম হয়ে রয়েছে সবসময়েই । সম্প্রতি বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং অক্ষয় কুমারের (Akshay kumar) সম্পর্কও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বলিউডের শিল্পা শেট্টি (Shilpa Shetty), থেকে রবিনা ট্যান্ডন (Raveena Tandon), প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) এমনকী সত্তরের দশকের এভারগ্রীন অভিনেত্রী রেখার (Rekha) সঙ্গেও নাম জড়িয়েছিল বলিউডের খিলাড়ির (Akshay Kumar)।
তবে সকলের মধ্যে শিল্পার শেট্টির (Shilpa Shetty) প্রেমকাহিনি যেন খানিকটা হলেও বেশি মাইলেজ পেয়েছিল সোশ্যাল মিডিয়ায় এবং নেটিজেনদের কাছে।
একসময়ে দুজনেই সুপারহিট জুটি। তার উপর দর্শকরাও তাদের দেখতে মুখিয়ে থাকতেন। সেখান থেকে প্রেম -সম্পর্ক সবটাই যেন চুটিয়ে উপভোগ করছিলেন আমজনতা।
'অ্যায়েতরাজ' ছবির শুটিং চলাকালীন প্রিয়ঙ্কার (Priyanka Chopra)সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন অক্ষয়। তখন থেকেই খবরের শিরোনামে ছিল এই জুটি। সালটা ২০০৫। প্রিয়ঙ্কার সঙ্গে খবরের শিরোনামে যখন অক্ষয়ের নাম উঠে এসেছিল তখন অক্ষয় (Akshay Kumar) বিবাহিত ছিলেন।
প্রিয়ঙ্কার (Priyanka Chopra) কথা জানতে পারার পরই টুইঙ্কেলের (Twinkle Khanna) সঙ্গে ঝামেলা শুরু হয় অক্ষয়ের। (Akshay Kumar) তাদের ঘনিষ্ঠ সম্পর্ক সবসময়েই লাইমলাইটের হট টপিক ছিল। তাদের অন স্ক্রিন রসায়ন এতটাই রোমাঞ্চকর ছিল, যে খুব তাড়াতাড়ি ,সকলের নজরে পড়েছিল। তারপর থেকেই তা স্ত্রী টুইঙ্কেলেরও নজরে পড়েছিল।
টুইঙ্কল পুরোনো বিষয়টি বেশ কড়া হাতেই সামলেছিলেন। প্রিয়ঙ্কার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য আর নয়, সোজা জানিয়েছিলেন টুইঙ্কেল (Twinkle Khanna) । বউয়ের চাপে পরেই প্রিয়ঙ্কার সঙ্গে ছবি করা বন্ধ করে দিয়েছেন অক্ষয় (Akshay Kumar)।
'আন্দাজ', 'অ্যায়েতরাজ', 'মুঝসে শাদ করোগি, ছবিতে তাদের রসায়ন সকলের মনে ধরেছিল। তারপর টুইঙ্কেলের (Twinkle Khanna) কারণেই প্রিয়াঙ্কার সঙ্গে আর কাজ করেননি অক্ষয় (Akshay Kumar)।
কিছুদিন আগে আপ কি আদালত নামে একটি শো-তে গিয়ে অক্ষয়কে প্রিয়ঙ্কার (Priyanka Chopra) সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অক্ষয় (Akshay Kumar) বলেছিলেন, এখনও পর্যন্ত পাঁচটা ছবি করেছি অক্ষয়ের সঙ্গে। ওর সঙ্গে কাজ করতে চাই না এমনটা নয়, বরং পরিচালক-প্রযোজক আমাদের একসঙ্গে আর কাস্ট করেননি।
রানি মুখার্জি ছাড়া বাকি সমস্ত নায়িকার সঙ্গে আমি অভিনয় করেছি। যদি সুযোগ আসে অবশ্যই করব। তবে পরে যদি আবারও সুযোগ আসে নিশ্চয়ই প্রিয়ঙ্কার সঙ্গে কাজ করব।