- Home
- Entertainment
- Bollywood
- অভিনয় ছেড়ে শেষে কি না বাস চালাচ্ছেন তামান্না ভাটিয়ে, রইল হট-সুপারস্টারের এমনই কিছু অজানা তথ্য
অভিনয় ছেড়ে শেষে কি না বাস চালাচ্ছেন তামান্না ভাটিয়ে, রইল হট-সুপারস্টারের এমনই কিছু অজানা তথ্য
- FB
- TW
- Linkdin
তামান্না ভাটিয়া সম্প্রতি তাক লাগিয়ে দিলেন নেটদুনিয়ার ভক্তদের। এ কোন ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী।
স্মার্টলি বাইক কিংবা গাড়ি চালাতে বহু অভিনেত্রীকেই দেখা যায় তা বলে বাস! না শ্যুটিং-এর শর্ট নেওয়ার জন্যা একটু খানি স্টেয়ারিং-এ হাত নয়।
রীতিমত বাস চালানো শিখছেন তামান্না। শুধু শিখছেনই না, সেই ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে নিলেন তিনি।
যেখানে দেখা যায় বেশ কিছুটা পথ তিনি একাই বাস চালিয়ে নিয়ে যাচ্ছেন। পাশে বসে ট্রেনার। সাবলীল ড্রাইভার লুকে ভাইরাল হলেন তামান্না।
তামান্নার জীবনে এমনই একাধিক অধ্যায় রয়েছে যা হয়তো অনেক ভক্তদেরই অজানা। সেলেব এই সুপারস্টারের তেমনই পাঁচ তথ্য জেনে নেওয়া যাক-
দক্ষিণী ছবির সুপারস্টার তামান্না ভাটিয়া অভিনয় জগতে প্রথম প্রবেশ করেছিলেন হিন্দি ছবির মধ্যে দিয়ে। ছবির নাম ছিল চান্দ সা রোশান চ্যাহেরা।
ইন্ডিয়ান আইডল খ্যাত অভিজিৎ সাওয়ান্তের প্রথম অ্যালবামে কাজ করেছিলেন তামান্না ভাটিয়া। নাম ছিল ল্যাফ জো মে ক্যাহেনা সাকু।
সাধারণ শান্ত সিম্পল চরিত্রে অভিনয় করা তামান্না নিজের খোলস ছেড়ে প্রথম বেরিয়েছিলেন রবি কৃষ্ণা পরিচালিত ছবিতে।
বহু তারকার মতই তামান্না নিজের নাম পাল্টেছিলেন ভাগ্য পাল্টানোর জন্য। তবে নাম নয়, নামের বানান পাল্টে সিনে জগতে পা রাখেন তিনি।
রিটেল জুয়েলারির ব্যবসা রয়েছে তামান্নার। যা হয়তো অনেকেরই অজানা। অভিনয় জগতের পায়সাপাশি এই দিকটিও তিনি পারদর্শীর সঙ্গে সামলে থাকেন।