হৃত্বিকের বিপরীতে নাচ, প্রস্তাব পেয়েই প্রথম কী ভাবনা মাথায় আসে বানীর
- FB
- TW
- Linkdin
বানী কাপুর, বলিউড এই ডিভা নিজের নাচের ক্ষমতা প্রমাণ করেছেন বেফিকরে ছবির মধ্যে দিয়েই। যার ফলে তিনি যে নাচটা জানেন তা নিয়ে সন্দেহ নেই।
কিন্তু বিপরীতে যদি থেকে থাকে হৃত্বিক রোশন। যাঁর একটি মুভে পাগল গোটা দেশ, তাঁর সঙ্গে পা মেলানোটাকি খুব সহজ!
বোধহয় নয়। তেমনটাই মনে হয়েছিল বানী কাপুরের। ওয়ার ছবি নিঃসন্দেহে তার কাছে ছিল একটি বড় ব্রেক।
কিন্তু নাচের প্রসঙ্গ আসার পরই তিনি ভেবেছিলেন, কোনওভাবে যেন তার প্রভাব হৃত্বিকের ইমেজে না পড়ে। তাই নাচটা নিয়ে চর্তচা করা প্রয়োজন।
একাধিকবার বানী ভেভেছেন নাচের স্কুলে গিয়ে ভর্তি হয়ে এই নিয়ে চর্চা করার কথা, কিন্তু বানীর কথায় তিনি খুব অলস, তাই প্ল্যানিং করেও গিয়ে উঠতে পারেননি।
বদলে তাঁকে যা করতে হয়েছিল, তা আরও ভয়ঙ্কর। দিনে তিন থেকে চার ঘণ্টা সেটে কেবল তিনি নাচের মহরা নিতেই। পায়ে পায়ে নয়া স্টেপ তুলে নিতে সময় লাগছিল বেশ।
বানীর কথায় এই গানের জনপ্রিয়তার সম্পূর্ণ ক্রেডিটটাই যায় হৃত্বিকের কাছে। হৃত্বিকের জন্যই এই গানের একটা প্রচার হয়।
তিনি শুধু চেষ্টা করেছিলেন যে তাঁর নাচের প্রভাব কোনওভাবে যেন হৃত্বিকের পার্ফমকে নষ্ট না করে। সেই কথা মাথায় রেখেই নিজের একশো শতাংশ উজার করে দিয়েছেন বানী।
সূত্রের খবর বৃহস্পতিবার সৌরভকে দেখতে এসে এইসব রিপোর্ট খতিয়ে দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।