'একটা চড় মারব আর ভেবে দেখব না কার ছেলে', বরুণকে হুমকি সলমনের
- FB
- TW
- Linkdin
বরুণ ধাওয়ান প্রথম থেকেই একের পর এক ছবি করে দর্শকদের মনে ঝড় তুলেছিলেন। তাঁর উপস্থিতিতেই বক্স অফিস যেন হিট। তবে সলমন খানের সঙ্গে কী এমন হয়েছিল অভিনেতার।
সলমন খানের সঙ্গে বরুণের আলাপ অনেক ছোট থেকেই। দুলহন হাম লে যায়েঙ্গে ছবির শ্যুটিং-এ উপস্থিত ছিলেন বরুণ ধাওয়ান।
বাবা ডেভিট ধাওয়ানের বহু ছবিতে অভিনয় করেছেন সলমন খান। তাই সলমন খানের বলিউডে কতটা প্রভাব তা ভেবে দেখেননি বরুণ।
স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবি দিয়ে শুরু হয়েছিল বলিউডে যাত্রা। সেই ছবির জন্য যখন অডিশন দিতে যাচ্ছিলেন বরুণ তখনই বাইরে দেখা সলমন খানের সঙ্গে।
সলমনের পনে ছিল একটা শর্টস আর টি। ভাইজানকে দেখা মাত্রই বরুণ সলমন কাকু বলে সম্বধন করেন। যেহেতু ছোটো থেকে আঙ্কেল বলেই অভ্যস্ত বরুণ।
মুহূর্তে চটে যান সলমন খান। বলেন সলমন ভাই বলো। নয়তো একটা চড় মারব, কার ছেলে তাও ভাবব না।
দ্বিতীয়বার যেন এই কথা আর তোমার মুখে না শুনি। তাও সাফ জানিয়ে দিয়েছিলেন সলমন খান। পাশাপাশি ভয়ও দেখান যে তাঁকে অডিশনে যেতে দেবে না।
তারপর থেকেই সলমন খানকে বরুণ সলমন ভাই বলে ডাকেন। যদিও তাঁর সঙ্গে এখন বরুণের সম্পর্ক স্বাভাবিক। ছবির সিক্যুয়েলেও কাজ করেছেন তিনি।