- Home
- Entertainment
- Bollywood
- বিদ্যার ফিগার নিয়ে সলমনের ব্যঙ্গ, বিগ বসের সেটে ভাইরাল ভাইজান. বডি শেমিং-এ কী প্রতিক্রিয়া বিদ্যার
বিদ্যার ফিগার নিয়ে সলমনের ব্যঙ্গ, বিগ বসের সেটে ভাইরাল ভাইজান. বডি শেমিং-এ কী প্রতিক্রিয়া বিদ্যার
সলমন খান, বরাবরই তিনি ভেবে চিন্তে কথা বলা পছন্দ করেন না। একাধিক সময় একাধিক মন্তব্য করে বেসেন, যা তাঁকে বেজায় সমস্যায় ফেলে দেয়। তারকা থেকে শুরু করে মিডিয়া, তাঁর বাঁকা কথার কোপে পড়তে হয়নি এমন তারকার তালিকা খুব কমই রয়েছে। বিদ্যার বিষয় কী বলেছিলেন ভাইজান।

বিগ বসের সেট, এক কথায় যেখানে সলমনের একছত্র আধিপত্য, সেখানেই সলমনে ভয়ে এক কথায় কাবু সকলেই। বসের ঘরে থাকতে হলে মেনে চলতে হবে ভাইজানের কথা।.
একের পর এক টাস্ক দেওয়া। তারই মাঝে ভাইজানের মন জয় করারপালা। এমনই একদিন সলমন সকলকে ক্যাটরিনাকে আঁকতে বললেন। সকলেই আঁকলেন। যে যাঁর মত করে।
সামনে উঠে আসা এক স্থুল ফিগার দেখে সলমন বললেন, আঁকতে বলেছিলাম তো ক্যাটরিনা, হয়ে গেছে বিদ্যা বালান।
সেদিন সলমনের ওই কথার ইঙ্গিতে যে বিদ্যার ফিগার নিয়ে কটুকথা লুকিয়ে আছে, তা স্পষ্ট হয়ে যায়। যা যা মুহূর্তে নজর কেড়েছিল নেটিজেনদের।
বিদ্যার কাছে যদিও এই বিষয়টি নতুন নয়। তিনি সাফ জানিয়েছিলেন, তাঁকে ফিগার নিয়ে কথা শুনতে হয় বহুবার। তাতে তাঁর কোনও অসুবিধে নেই। মোটা হওয়া পাপ নয়।
কিন্তু কেউ যখন কারুর চেহারা ঠাট্টার পর্যায় নিয়ে চলে যায়, তখন নিঃসন্দেহে তা সংশয় সৃষ্টি করে। কেন কারুর বডি নিয়ে কেউ মন্তব্য করবে!
একাধিক সাক্ষাৎকারেএই নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্যা বালান। তিনি মনে করেন তিনি ছবির কনটেন্ট দেখে ছবি করার করার কথা স্থির করেন, তাহলে কেন তাঁকে শুনতে হবে যে তাঁর শরীর স্হূল।
সলমন খানের এই মন্তব্যও তাঁর কানে পৌঁচ্ছয়, যদিও তা নিয়ে কোনও মন্তব্যই করেননি তিনি। বিষয়টিকে এড়িয়েই বিগ বসের সেটে হাজির হয়েছিলেন বিদ্যা।
बात सलमान के वर्कफ्रंट की करे तो उनकी अपकमिंग फिल्म राधे और कभी ईद कभी दीवाली है। वहीं, कैटरीना कैफ की फिल्म सूर्यवंशी रिलीज के लिए लंबे समय से तैयार है।
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।