'সভ্যতা, ভদ্রতার মাত্রা ছাড়িয়েছে এরা', অনুষ্কা-বিরাটের মেয়ের Fake ছবি ভাইরাল
First Published Jan 12, 2021, 6:59 PM IST
বিনোদন ওখেলার দুনিয়ার পাশাপাশি নেটদুনিয়াতে খুশির জোয়ার। অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির জীবনে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। বিরাট নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ইংরেজি ও হিন্দি ভাষায় লেখেন, "আজ (১১ জানুয়ারি) বিকেলে আমাদের পরিবারে ফুটফুটে এক কন্যাসন্তানের আগমন হয়েছে। এত ভালবাসা, শুভেচ্ছা এবং প্রার্থনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। অনুষ্কা এবং সদ্যোজাত দু’জনেই ভাল আছে।" এই খুশির খবরের অপেক্ষায় ছিল দেশবাসী। অবশেষে এল সেই সুখবর।

মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতাল, ব্রিজ ক্যান্ডিতে জন্মগ্রহণ করল বিরাট-অনুষ্কার কন্যা সন্তান। তার কিছু সময় পরই সোশ্যাল মিডিয়ায় সুখবর দেন বিরাট কোহলি।

টুইটে কেবল সুখবরই নয়, আরও এক বার্তা দিয়েছিলেন বিরাট। তাঁদের ব্যক্তিগত জীবনকে যেন সম্মান করে সকলে। সাংবাদমাধ্যম হোক বা সাধারণ মানুষ, দম্পতির জীবনে যেন কোনও অনাধিকার প্রবেশ না ঘটে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন