- Home
- Entertainment
- Bollywood
- ঐশ্বর্যর করোনার খবরে উদ্বিগ্ন প্রাক্তন প্রেমিক বিবেক, দ্রুত আরোগ্য কামনা করলেন টুইটে
ঐশ্বর্যর করোনার খবরে উদ্বিগ্ন প্রাক্তন প্রেমিক বিবেক, দ্রুত আরোগ্য কামনা করলেন টুইটে
- FB
- TW
- Linkdin
বচ্চন পরিবারে যেন করোনা আবহ চলছে। একের পর এক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। ঐশ্বর্য থেকে অমিতাভ, অভিষেক, ছোট্ট আরাধ্যা সকলেই রয়েছেন সেই তালিকায়।
করোনায় আক্রান্ত হওয়ার খবরে সকলেই উদ্বিগ্ন। সুস্থতার কামনা করে পোস্ট করেছেন প্রাক্তন প্রেমিক বিবেক ওবেরয়। আর সেই পোস্ট নেটিজেনদের নজরে পড়তেই নেটদুনিয়ায় ফের শোরগোল শুরু হয়েছে।
তবে কি এখনও বিবেকের মনে ঐশ্বর্যর জায়গা একইরকম রয়ে গেছে। একাধিক মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।
কেউ কেউ কমেন্টে জানিয়েছেন, আমি না হেসে থাকতে পারছি না। আবার কেউ লিখেছেন বিবেক অমিতাভ ও অভিষেককে টুইট না করে ঐশ্বর্যর খবরের পরই টুইট করেছেন।
কেউ কেউ বলেছেন, সত্যিকারের ভালবাসা কখনও শেষ হয় না। আবার কারোর মতে, প্রাক্তন হলেও দুর্বলতা থেকেই যায়। যদি নেটিজেনরা এই নিয়ে মাতামাতি করলেও বিবেক এই নিয়ে মুখ খোলেননি।
এখানেই শেষ নয়, অভিনেতার টুইট দেখে অনেকেই অতীতের ঘটনায় ফিরে গেছেন। এই টুইট দেখে সলমন কী প্রতিক্রিয়া দিতেন, সেই মিমও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
গেটা দেশের এত এত মানুষের টুইটের মধ্যে বিবেকের টুইট ঘিরেই যেন জোর চর্চা শুরু হয়েছে।
বহুলচর্চিত প্রেম সলমনের সঙ্গে বিচ্ছেদের পরই বলি অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে নাম জড়ায় ঐশ্বর্য। সেই সম্পর্কের কথা সকলেরই জানা। যদিও সেই সম্পর্কও বেশিদিন টেকেনি।
সলমন-ঐশ্বর্যর বিচ্ছেদের পর একাধিক বিতর্কে নাম জড়িয়েছিল বিবেক ওবেরয়ের। ঐশ্বর্যর সঙ্গে বিবেকের সম্পর্ক শোনা মাত্রই নড়েচড়ে বসেছিলেন সলমন। তাদের সম্পর্ক কোনওভাবেই মেনে নিতে পারেননি সলমন।
তারপর থেকে সলমনের সঙ্গে বিবেকের বিতর্কের শুরু। সলমনকে নিয়ে তার সমস্যার কথা সকলেরই জানা, একবার একটি টক শো-তে গিয়ে সলমনকে নিয়েই বিবেক বলেছিল, ঐশ্বর্য, রানি, দিয়া সকলের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল সলমনের।
বিস্ফোরক মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছিলেন বিবেক। যা প্রকাশ্যে আসতেই বিতর্ক আরও জোড়ালো হয়েছিল।