- Home
- Entertainment
- Bollywood
- ২ ঘন্টা পরেই বিনামূল্যে দেখা যাবে সুশান্তের শেষ ছবি, কোথায়-কখন দেখবেন 'দিল বেচারা'
২ ঘন্টা পরেই বিনামূল্যে দেখা যাবে সুশান্তের শেষ ছবি, কোথায়-কখন দেখবেন 'দিল বেচারা'
- FB
- TW
- Linkdin
সময় যেন আর কাটছে না। বাড়ির-অফিসের সমস্ত কাজ সকলেই তাড়াতাড়ি করে সেরে নিচ্ছেন। কারণ একটাই। সুশান্তের শেষ ছবি 'দিল বেচারা' আর কয়েকঘন্টা পরই মুক্তি পাবে ওটিটিতে।
সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছেন। ট্রেলারেই যা রেকর্ড গড়েছে, পুরো ছবি প্রকাশ্যে আসলে কি হতে চলেছে তার আঁজ এখনই পাওয়া যাচ্ছে। ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে।
ওটিটি প্ল্যাটফর্মে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই ছবি। স্মার্টফোন, স্মার্টটিভি, কম্পিউটার, ল্যাপটপে যার যেখানে সুবিধা সেখানেই দেখে নিতে পারবেন এই ছবি।
সবচেয়ে বড় ঘোষণা হল, ডিজনি প্লাস হটস্টারের পক্ষ থেকেই আগেই জানানো হয়েছে, সুশান্তের প্রতি শ্রদ্ধার্ঘ জানাতে এই ছবি সাবস্ক্রাইবারদের পাশাপাশি নন- সাবস্ক্রাইবাররাও দেখতে পাবেন। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে অভিনেতার শেষ ছবি।
আজ ঠিক সন্ধ্যে ৭.৩০ টায় 'দিল বেচারা' স্ট্রিমিং শুরু হবে। সাধারণত ওটিটি প্ল্যাটফর্মে রাত ১২ টার সময় যে কোনও ছবি বা ওয়েব সিরিজের স্ট্রিমিং শুরু হয়ে থাকে, তবে 'দিল বেচারা'র ক্ষেত্রে সময়টা পরিবর্তন করা হয়েছে।
এর পিছনে রয়েছে একটা কারণ। ছবির পরিচালক মুকেশ ছাবড়া জানিয়েছেন, একসঙ্গে না হলেও এক সময়ে যেন এই ছবি সকলে মিলে একসঙ্গে দেখতে পারি। আর এটা শুধু সুশান্তের জন্য।
কাস্টিং ডিরেক্টর থেকে পরিচালক মুকেশ ছাবড়াও এই ছবি দিয়েই পরিচালনার হাতেঘড়ি। আর সুশান্তের শেষ। ডেবিউ পরিচালক হিসেবে আজ অনেক বড় দিন মুকেশের। অনেকেই তার প্রথম ডেবিউয়ের শুভেচ্ছা জানিয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটিশ যুক্তরাজ্যর প্রত্যেক দর্শকই আজ থেকে সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবেন সুশান্তের দিল বেচারা।
জন গ্রিনের লেখা উপন্যাস 'দ্য ফল্ট ইন আওয়ার স্টার' অবলম্বনেই তৈরি হয়েছে এই ছবি।
ছবিতে ক্যান্সারে আক্রান্ত কিজি আর ক্যান্সার জয়ী ম্য়ানির ভালবাসার গল্প তুলে ধরা হয়েছে।
ছবিতে বাঙালি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা গেছে। স্বস্তিকার সঙ্গে সুশান্তের শুটিং সেটের পাগলপান্তিও নেটদুনিয়ায় ভাইরাল।
প্রতিটি মুহূ্র্তে লড়াই করে বাঁচতে শেখাবে ম্যানি। সুশান্তের জীবনের মতোই ছবিতে হ্যাপি এন্ডিং না থাকলেও এক অন্যরকম ভাললাগা রয়েছে, যা মন ছুঁয়ে যাবে সকলের।
শেষবারের মতোই প্রিয় অভিনেতাকে রূপোলি পর্দায় না দেখার আক্ষেপ থাকলেও 'দিল বেচারার' স্ট্রিমিং নতুন মাইলস্টোন গড়বে ওটিটি-তে।