দীপিকার Cleavage বিতর্ক, নিমেষে গর্জে উঠেছিলেন নিম্ন মানসিকতার বিরুদ্ধে
First Published Jan 5, 2021, 4:44 PM IST
চিপ পাব্লিসিটি স্টান্ট অর্থাৎ সস্তা প্রচারের মাধ্যমে করে নাম কেনার চেষ্টা। ছবির প্রচারের জন্যই এসব আখচার করে থাকেন তারকারা। এমনই নানা মন্তব্যে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরের পাতা। দীপিকা পাডুকোন নাকি এমনই কিছু করেছিলেন বলে বিশ্বাস ছিল একাধিক বিনোদনপ্রেমীদের। ২০১৩ সালে এক নামী সংবাদমাধ্যম দীপিকার বক্ষবিভাজিকার ছবি এবং ভিডিও খবরের রূপে ছেপে ফেলে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন