পার্টির মধ্যে প্রিয়ঙ্কার স্তনযুগলে সটান হাত করণের, কী করেছিলেন মিস ওয়ার্ল্ড
First Published Dec 12, 2020, 8:44 AM IST
বলিউড বিগিজদের মধ্যে করণ জোহারের নাম যে শীর্ষে এ কথা কারও অজানা নয়। তাঁর সঙ্গে ভাল ব়্যাপো মানেই সেই অভিনেতা এবং অভিনেত্রীর বলিউডের কেরিয়ার নেই আর কোনও চিন্তা। যার কারণে তাঁর বাড়ির কোনও অনুষ্ঠান কিংবা পার্টিতে সর্বদা উপস্থিত থাকেন শাহরুখ খান থেকে শুরু করে বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, দীপিকা পাডুকোনও। স্টারকিডস রণবীর কাপুর, আলিয়া ভাট, করিনা কাপুরও করণের ছায়ার পিছন পিছন এগিয়ে চলতে পছন্দ করেন। তবে এই দলে একেবারেই নাম লেখাননি প্রিয়ঙ্কা চোপড়া। গোটা বলিউড তাঁকে এক সময় বয়কট করলেও মাথা নোয়াননি করণের কাছে। এমনকী করণের আচরণে তাঁকে উচিত শিক্ষা দিয়েছিলেন তিনি।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন