'Sexiest' ঐশ্বর্য এখন অতীত, করিনার সঙ্গে জীবনের প্রথম 'Romance' আজও ভুলতে পারেননি অভিষেক

First Published Jan 13, 2021, 9:24 AM IST

বলি তারকাদের পুরোনো ভিডিও, গসিপ, ছবি সোশ্যাল মিডিয়ায় সবসময়েই ভাইরাল । রিল থেকে রিয়েল, তারকাদের পুরোটাই যেন গসিপে মোড়া।  বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি অভিষেক বচ্চন ও করিনা কাপুরকে নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। জীবনের প্রথম ছবিতেই জুনিয়র বচ্চনের সঙ্গে ব়োম্যান্স, এই কথা শুনে শিউরে উঠেছিলেন কাপুর কন্যা করিনা। 
 

<p>বলিউডের বেবো অর্থাৎ করিনা কাপুর এবং বচ্চন পুত্র জুনিয়র বচ্চন 'রিফিউজি' সিনেমা দিয়েই বলিউডে ডেবিউ করেছিলেন। জীবনের প্রথম ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক স্মৃতি।</p>

বলিউডের বেবো অর্থাৎ করিনা কাপুর এবং বচ্চন পুত্র জুনিয়র বচ্চন 'রিফিউজি' সিনেমা দিয়েই বলিউডে ডেবিউ করেছিলেন। জীবনের প্রথম ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক স্মৃতি।

<p>সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পুরোনো দিনের কিছু স্মৃতি। যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।</p>

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পুরোনো দিনের কিছু স্মৃতি। যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

<p>অভিষেকের বিপরীতেই ছবিতে অভিনয় করেছিলেন করিনা। সিমি আগরওয়ালের টক শো-তে এসে এই ছবি নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন করিনা।</p>

অভিষেকের বিপরীতেই ছবিতে অভিনয় করেছিলেন করিনা। সিমি আগরওয়ালের টক শো-তে এসে এই ছবি নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন করিনা।

<p>শো চলাকালীন সিমি অভিষেককে একটি ভিডিও কল করেছিল। এবং সেই ভিডিও কলেই ছবি নিয়ে কিছু স্মরণীয় স্মৃতি শেয়ার করেছিলেন অভিষেক।</p>

শো চলাকালীন সিমি অভিষেককে একটি ভিডিও কল করেছিল। এবং সেই ভিডিও কলেই ছবি নিয়ে কিছু স্মরণীয় স্মৃতি শেয়ার করেছিলেন অভিষেক।

<p><br />
অভিষেক জানিয়েছিলেন, ছবিতে তার জীবনের প্রথম ব়োম্যান্টিক দৃশ্যের কথা আজও ভুলতে পারেননি অভিষেক।</p>


অভিষেক জানিয়েছিলেন, ছবিতে তার জীবনের প্রথম ব়োম্যান্টিক দৃশ্যের কথা আজও ভুলতে পারেননি অভিষেক।

<p style="text-align: justify;"><br />
করিনা অভিষেককে বলেছিলেন, তিনি নাকি তাকে ভাইয়ের মতোনই দেখছেন। তার পক্ষে এইরকম কোন ঘনিষ্ঠ দৃশ্য করা সম্ভব নয়।</p>


করিনা অভিষেককে বলেছিলেন, তিনি নাকি তাকে ভাইয়ের মতোনই দেখছেন। তার পক্ষে এইরকম কোন ঘনিষ্ঠ দৃশ্য করা সম্ভব নয়।

<p>এমনকী ছবির পরিচালককেও বলেছিলেন যে অভিষেক আমার ভাইয়ের মতো, আমি কীভাবে এই দৃশ্য করব। যদিও পরে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন করিনা।</p>

এমনকী ছবির পরিচালককেও বলেছিলেন যে অভিষেক আমার ভাইয়ের মতো, আমি কীভাবে এই দৃশ্য করব। যদিও পরে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন করিনা।

Today's Poll

একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন