- Home
- Entertainment
- Bollywood
- ভুয়ো সম্পর্ক ছড়ানোর অভিযোগে ফের কাঠগড়ায় করণ, কড়া ভাষায় কি জবাব দিয়েছিলেন 'বাহুবলি'
ভুয়ো সম্পর্ক ছড়ানোর অভিযোগে ফের কাঠগড়ায় করণ, কড়া ভাষায় কি জবাব দিয়েছিলেন 'বাহুবলি'
- FB
- TW
- Linkdin
করণ জোহরের চ্যাট শো কফি উইথ করণে আমন্ত্রিত করা হয়েছিল প্রভাসকে। আর সেই শো -তেই তাকে করণ প্রশ্ন করেছিল তিনি অনুষ্কার সঙ্গে ডেটিং করছেন কিনা।
করণের প্রশ্নের উত্তরে সপাট জবাবে না বলেছিলেন অভিনেতা।
তারপরেই করণ ফের পাল্টা প্রশ্ন করে তাহলে অনুষ্কাকে নিয়ে ডেটিং-এর গুজব টা সত্যি নয়। উত্তরে প্রভাস তাকে জানিয়েছিলেন আপনিই এটা শুরু করেছেন।
তার উত্তর শুনে সকলেই হতবাক হয়ে গিয়েছল। আর এই কারণের জন্য বি-টাউনের বড় গসিপ ম্যানেজারের তকমাও রয়েছে করণ-এর।
করণ সেই শো-তে একটি গেমও খেয়েছিলেন। যেখানে একের পর এক প্রশ্ন করেছিল করণ।
করণের প্রশ্নঃ আপনি কখনও সেট থেকে বেরিয়ে এসেছেন? আপনার কি এমন বন্ধু রয়েছে যার থেকে আপনি সাহায্য নিয়েছিলেন।
খেলার শেষ মুহূর্তে এসেই পুরো খেলা ঘুরিয়ে দিয়েছিলেন প্রভাস।
করণ প্রভাসকে প্রশ্ন করেছিল যে আপনি কফি উইথ করণ-এর সোফায় এসে তিনি কি মিথ্যা বলেছেন, তার উত্তরে অভিনেতা করণ-এর মুখের পর হ্যাঁ বলে উত্তর দিয়েছিল প্রভাস।