- Home
- Entertainment
- Bollywood
- কাজের প্রতিশ্রুতি দিয়ে গাড়ির মধ্যে অশ্লীলতা, অভিনেত্রীর শ্লীলতাহানিতে গ্রেফতার রানির ভাই
কাজের প্রতিশ্রুতি দিয়ে গাড়ির মধ্যে অশ্লীলতা, অভিনেত্রীর শ্লীলতাহানিতে গ্রেফতার রানির ভাই
- FB
- TW
- Linkdin
টেলি অভিনেত্রী প্রিয়া মিশরা রানির ভাইয়ের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ দায়ের করেন। যার জেরে তৎক্ষণাৎ গ্রেফতারও করা হয়েছিল রাজাকে।
মুম্বই পুলিশের অভিযোগ ছিল রাজা নিজের গাড়িতে মেয়েটিকে হেনস্তা করেন। প্রিয়া রাজাকে একটি স্ক্রিপ্ট দেখাতে গিয়েছিলেন। যার মাঝেই নাকি রাজা তাঁকে হেনস্তা করেন।
প্রিয়া টেলিভিশন অভিনেত্রী হলেও তাঁর ইচ্ছা ছিল পরিচালক হওয়ার। রাজার সঙ্গে পরিচয় হওয়ার পরই রাজা তাঁকে রানির সঙ্গে কাজ করার সুযোগ করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন।
প্রিয়ার আরও অভিযোগ ছিল, তিনি রানিকে নিয়ে পরিচালনার যাত্রা শুরু করতে ইচ্ছুক। রানির সঙ্গে সরাসরি সাক্ষাতের আগেই রাজার সঙ্গে দেখা হয় প্রিয়ার।
রাজা তাঁকে কাজের প্রতিশ্রুতি দিয়ে চিত্রনাট্যের বিষয় আলোচনা করতে চান। যার পর প্রিয়া চিত্রনাট্য নিয়ে রাজার গাড়িতেই তাঁর সঙ্গে দেখা করেন।
প্রথমে প্রিয়াকে অশ্লীলভাবে ছোঁয়ার চেষ্টা করেন রাজা। প্রিয়া বারণ করতে তাঁকে গায়ের জোর দেখানোর চেষ্টা করেন। তাঁর স্তনে হাত দিতেই প্রিয়া সুযোগ বুঝে সেখানে থেকে পালিয়ে আসেন।
গাড়িতেই হেনস্তা করা হয় তাঁকে। ভারতীয় দণ্ডবিধি অনুযাযী, ৩৫৪ ধারায় রাজার বিরুদ্ধে মামলা দায়ের হয়। আন্ধেরির থানায় রাজাকে কাটাতে হয় রাত।
পরবর্তীকালে রানি নিজের ক্ষমতার প্রয়োগ করে রাজার বেলের ব্যবস্থা করেন। বিষয়টি নিয়ে মাসখানেক কথাবর্তা চললেও পরে এই প্রসঙ্গ আর ওঠেনি।