- Home
- Entertainment
- Bollywood
- মৃত্যুর সঙ্গে লড়ছেন অমিতাভ বচ্চন, চিকিৎসকের ঘোষণায় কী প্রতিক্রিয়া হয়েছিল জয়ার
মৃত্যুর সঙ্গে লড়ছেন অমিতাভ বচ্চন, চিকিৎসকের ঘোষণায় কী প্রতিক্রিয়া হয়েছিল জয়ার
- FB
- TW
- Linkdin
সালটা ১৯৮২। বলি অভিনেতা অমিতাভ বচ্চন 'কুলি' ছবির শুটিং চলাকালীন টেবিলের কোণায় লেগে গুরুতর আহত হয়েছিলেন।
যদিও প্রথম অবস্থায় অমিতাভের পেটে হালকা ব্যথা শুরু হলেও সেটা নিয়ে অত গ্রাহ্য করেননি অভিনেতা।
फिल्म सिनेमाघरों में रिलीज हुई और बॉक्स ऑफिस पर धमाल मचा दिया। अब जब बारी आई अपने फैसले पर अमल करने की यानी लंदन जाने की तो अमिताभ बच्चन ने इसका जिक्र अपने पिता हरिवंश राय बच्चन से किया। हरिवंश ने पलटकर अमिताभ से पूछा कि साथ में और कौन-कौन जा रहा है?
ব্যথা ক্রমশ বাড়তে থাকায় চিকিৎসকরা অপারেশন করার সিদ্ধান্ত নেন। এবং পেটে যে ক্ষত হয়েছিল তা দেখেও হতবাক হয়ে যায় চিকিৎসকরা।
অপারেশন হবার পর নিউমোনিয়ায় আক্রান্ত হন অমিতাভ। সারা শরীরে তার রোগ যেন ছড়িয়ে পড়ছিল। ইতিমধ্যে রক্তের ঘনত্বও পাতলা হয়ে যাচ্ছিস।
তারপর অমিতাভকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসাপাতালে বিশেষ ভাবে তাকে রাখা হছিল। কিন্তু যত দিন যাচ্ছিল ততই যেন শারীরিক পরিস্থিতি খারাপ হতে যাচ্ছিল।
অমিতাভ নিজে সাক্ষাৎকারে জানিয়েছেন চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল।
সেই পরিস্থিতিতে আইসিইউ-এর বাইরে দেখে জয়া সবকিছু দেখছিল। ডাক্তার চিকিৎসা বন্ধ করে দিলে জয়া চিৎকার করে ডাক্তারদের জানিয়েছিলেন তার পায়ের আঙুল নড়ছে। চিকিৎসা যেন বন্ধ না করা হয়। জয়ার কথা শুনে ফের চিকিৎসকরা মালিশ করতে শুরু করে অমিতাভকে।
বিগবি-র শারীরিক অবস্থা এতটাই সঙ্কটজনক ছিল যে তার উন্নতির জন্য সারা দেশের মানুষ সুস্থতার জন্য প্রার্থনা করেছিল।
তারপর হাসপাতাল থেকে বাড়ি ফিরে সুস্থ জীবনযাপন করেছিলেন বিগ বি। শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়ে বিগ বি জানিয়েছিলেন, এই আসল দৃশ্যটি কুলি ছবির শেষ দৃশ্যে ব্যবহার করা হয়েছিল। নয়া জন্ম পেয়েছেন বলে জানিয়েও ছিলেন অভিনেতা।