গোপনে রোমান্স তো অনেক হলো, টাইগার দিশার বিয়ে কবে, মুখ খুললেন জ্যাকি
- FB
- TW
- Linkdin
টাইগার শ্রফ ও দিশা প্রকাশ্যে একে অন্যের সঙ্গে ডেট করতেন। একাধিকবার ক্লোজ পোস্ট দিয়ে ভাইরাল হয়েছেন তারা।
কখনো ডিনার ডেট কখনো আমরা হলিডে ট্রিপ, টাইগার তিশা প্রেমকাহিনী ভক্তদের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। তবে খুব বেশি দিনের জন্য নয়।
কয়েকদিনের মধ্যেই সামনে আসে সম্পর্কে ফাটল এর খবর। দুই ছেলে বি জানিয়ে দিয়েছিলেন তারা কেরিয়ারের ফোকাস করতে চান।
সেই কথা মাথায় রেখেই পথচলার শুরু। এই কোন বাঘি 3 ছবি সুখের সময় টাইগার মন দিয়ে বসেন শ্রদ্ধাকে।
যদিও সেই জল্পনাকে বেশিদিন টিকতে দেয়নি শ্রদ্ধা কাপুর। মজার ছলে উড়িয়ে দিয়েছিলেন সেই প্রসঙ্গ।
এর কিছুদিনের মধ্যেই সামনে আসে আবারো দিশার সঙ্গে ঘনিষ্ঠ টাইগার। তবে এবার আর প্রকাশ্যে নয়।
তবে ভালো মতো দুই স্টারের গতিবিধিতে নজর রাখলেই এই সম্পর্কের জল্পনা স্পষ্ট হয়ে ধরা দেয়। সম্প্রতি মালদ্বীপ থেকে ছবি হয়ে উঠেছিল ভাইরাল।
সম্প্রতি তিরিশের কোঠায় পা দিলেন টাইগার শ্রফ। এমনই সময় প্রশ্নের মুখে পড়তে হলো যা জ্যাকি কে।
কবে দিশাকে বিয়ে করছেন টাইগার, এই প্রশ্নের উত্তরে টাইগারের বাবা জানান টাইগার একটা সময় একটা কাজে মন দেন, আর এখন সেটা অভিনয়।
বিয়েটা করলেও তখন সেটা মন থেকেই করবেন। তবে এই মুহূর্তে নয়। টাইগার এখন ফোকাস করে আছে তার ক্যারিয়ারে।
যদিও দিশার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি অভিনেতার বাবা। তবে ছেলের বিয়ে নিয়ে তিনি নিশ্চিত।