- Home
- Entertainment
- Bollywood
- দীপিকা না ক্যাটরিনা, রণবীরের কোন প্রাক্তন প্রেমিকার ব্যাঙ্ক ব্যালন্স বেশি, জানুন কার পকেটে কত কোটি
দীপিকা না ক্যাটরিনা, রণবীরের কোন প্রাক্তন প্রেমিকার ব্যাঙ্ক ব্যালন্স বেশি, জানুন কার পকেটে কত কোটি
- FB
- TW
- Linkdin
একজনের সঙ্গে সাত তো অন্য জনের সঙ্গে আট, দীর্ঘ দিনের সম্পর্কে ছিলেন ক্যাটরিনা কইফ ও দীপিকা পাড়ুকোন রণবীরের সঙ্গে।
যার ফলে বিচ্ছেদও এদের জীবনে দাগ কেটে যায়। যার জেরে খানিক বলিউড কেরিয়ার টলে গিয়েছিল দুজনেরই।
বর্তমানে দীপিকা পাড়ুকোন কেরিয়ারের এক কথায় পিকে রয়েছেন। রনবীরের সঙ্গে তাঁর বিয়ের পর অবসাদ এখন অতীত।
বর্তমানে দীপিকার মোট সম্পত্তির পরিমাণ ৩৫১ কোটি টাকা। বর্তমানে তাঁর ব্রান্ড ভ্যালু ৫০ মিলিয়ন।
বর্তমানে ১০ থেকে ১২ কোটি টাকা দীপিকা নিয়ে থাকেন একটি ছবি করার জন্য।
শেষ তিন বছরে দীপিকার আয় বেড়েছে ৪০ শতাংশ টাকা। বেড়ে গিয়েছিল ব্রান্ড ভ্যালুও। ৮ কোটি নিয়ে থাকেন এখন একটি বিজ্ঞাপনে এন্ডোসমেন্টের জন্য।
ক্যাটরিনাও বলিউডের এক দাপটে অভিনেত্রী। তবে রণবীরের চলে যাওয়ার পর সেভাবে ঘুরে দাঁড়াতে দেখা গেল না তাঁকে।
ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায় তাঁর আর রণবীরের ব্রেকআপ স্টোরি। ছবির জগতে খুব কমই দেখা যায় তাঁকে। যার ফলে কমেছে সম্পত্তির পরিমাণ। ২১০ কোটির মালিক ক্যাটরিনা।
বর্তমানে একটি ছবি করতে তিনি নিয়ে থাকেন ৫০ থেকে ৬০ লক্ষ টাকা। বহু ব্রান্ডের সঙ্গে যুক্ত তিনি।
ক্যাটরিনার মাসিক আয় ৩০ লাখ টাকা। তবে বেশ কয়েকটি দামী গাড়ির মালকিন তিনি।