- Home
- Entertainment
- Bollywood
- 'লেসবিয়ান' তকমা ঘুচল মৌনির, অবশেষে বিয়ের পিড়িতে বঙ্গতনয়া, পাকা কথা খোদ জানালেন মন্দিরা
'লেসবিয়ান' তকমা ঘুচল মৌনির, অবশেষে বিয়ের পিড়িতে বঙ্গতনয়া, পাকা কথা খোদ জানালেন মন্দিরা
- FB
- TW
- Linkdin
মৌনি রায়। যার ছবি দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন ভক্তেরা। বাঙালি তনয়া হলেও বরাবরই বেশ সাহসী মৌনি রায়। বাঙালি হয়েও বলিপাড়ারই বাসিন্দা তিনি।
বলিপাড়ায় ফের বাজতে চলেছে বিয়ের সানাই। খুব শীঘ্রই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বাঙালি কন্যা মৌনি রায়।
কার গলায় মালা দিতে চলেছেন বঙ্গতনয়া , পাত্র কে, তা জানতেই মুখিয়ে নেটিজেনরা। । দুবাইয়ের বিখ্যাত উদ্যোগপতি সূরজ নাম্বিয়ারের সঙ্গেই চারহাত একহাত হতে চলেছে মৌনির।
বিয়ের পাকা কথা খোদ জানিয়েছেন মৌনির প্রিয় বান্ধবী মন্দিরা বেদি। সম্প্রতি মৌনির মা এবং ভাই নাম্বিয়ার পরিবারের সঙ্গে নাকি পাকা কথাও সেরে ফেলেছেন।
সূত্রের খবর বলি অভিনেত্রী মন্দিরা বেদির বাড়িতেই নাকি এই পাকাকথা হয়েছে। মুহূর্তের মধ্যে বাতাসে ছড়িয়ে পড়েছে এই খবর। আরও জানা গেছে, মন্দিরাই নাকি এই বিয়ের ঘটকালি করছে।
মন্দিরার দেওয়া পার্টিতেই নাকি মৌনির সঙ্গে আলাপ হয়েছিস সূরজের। যদিও পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট মৌনি-মন্দিরা।
বলিউড ছেড়ে সুদূর দুবাইয়ে পাড়ি দিচ্ছেন নাকি মৌনি, এই প্রশ্নই এখন বলিউডের আনাচে কানাচে। ইনভেসমেন্ট ব্যাঙ্কারের সঙ্গেই বিয়ের পিড়িতে বসতে চলেছেন মৌনি রায়।
মৌনি রায় এবং মন্দিরা বেদির সম্পর্ক নিয়ে এমনিতেই নেটিজেনদের মনে নানান প্রশ্নচিহ্ন ঘোরাফেরা করে। দুজনের ভাল সম্পর্ককেও লেসবিয়ান তকমা দিতে ছাড়েননি নেটিজেনরা।
অবশেষে লেসবিয়ান তকমা ঘুচতে চলেছে মৌনির।
খুব শীঘ্রই চারহাত এক হবে মৌনি ও সূরজের। যদি বিয়ের পাকাপাকি ডেট এখনও প্রকাশ্যে আসেনি।