- Home
- Entertainment
- Bollywood
- মনোমালিন্য না থাকলে তা সম্পর্ক কিসের, বিরুষ্কাও মধ্যেই রয়েছে সেই সমীকরণ, তবে সরি-টা প্রথম কে বলেন
মনোমালিন্য না থাকলে তা সম্পর্ক কিসের, বিরুষ্কাও মধ্যেই রয়েছে সেই সমীকরণ, তবে সরি-টা প্রথম কে বলেন
সব সম্পর্কেই কম বেশি রাগ অভিমানের পালা থাকে। আর সেই সহজ সমীকরণ থেকে ব্যতিক্রম নন বিরুষ্কা। মাঝে মধ্যেই তাঁদের মধ্যে নানা বিষয় নিয়ে খুটিনাটি লেগেই থাকে, কিন্তু তারপর...

প্রেমপর্ব থেকে শুরু সম্পর্ক নিয়ে নানা জল্পনা। প্রতিটা মুহূর্তে কীভাবে ধাপে ধাপে এগিয়েছে বিরুষ্কার সম্পর্ক তা এক কথায় ঠোঁটস্থ ভক্তদের।
কীভাবে চলছে তাঁদের সংসার। ব্যস্ততার মাঝে একে অন্যের সঙ্গে সময় কাটানোর সময় সেভাবে পাননি এর আগে ঠিকই, তবে বদলে গেল সমীকরণ ২০২০-তে।
লকডাউনে ঘরে বন্দি দুই স্টার। গল্প আড্ডা দিয়ে সময় কাটানো। মাঝে মধ্যে খেলা, শরীরচর্চা ও নানা মজার পোস্ট।
নিত্য রুটিন বলতে এই ছিল, আর যা ছিল তা হল চুটিয়ে সংসার করা। তা বলে কী অশান্তি হয় না, কী বলছেন অনুষ্কা...
মাঝে মধ্যেই খুটিনাটি লেগেই থাকে। আর যখনই মান অভিমান ঘটে তখনই অনুষ্কা সামনে এসে তা মিটিয়ে নেওয়া চেষ্টা করেন।
আগে ভাগে বলে দেন সরি। বিরাট অভিমান হলেই মন চুপ করে থাকেন। তা মোটেও পছন্দ নয় অনুষ্কার। আর সেই কারণেই ভুল যারই হোক। সরি বলেন আগে অনুষ্কা।
লকডাউনেই পরিবারের বড় সিদ্ধান্ত নিয়েছে এই জুটি। শুনিয়েছেন খুশির খবর। বছর পড়লেই ঘরে আসতে চলেছে তৃতীয় ব্যক্তি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।