- Home
- Business News
- Other Business
- জলের দরে এবার মাত্র ৫ টাকায় কিনুন সোনা, আর্কষণীয় অফার অ্যামাজন পে-এর
জলের দরে এবার মাত্র ৫ টাকায় কিনুন সোনা, আর্কষণীয় অফার অ্যামাজন পে-এর
- FB
- TW
- Linkdin
বাম্পার অফার নিয়ে সর্বদাই গ্রাহকদের কাছে হাজির হয় অ্যামাজন। বাঙালির বারো মাসে তোরো পার্বন। একের পর এক অনুষ্ঠান লেগেই আছে। গ্রাহকদের কথা মাথা রেখেই একের পর এক আকর্ষণীয় চমক নিয়ে হাজির হচ্ছে দেশের ই কমার্স সংস্থা অ্যামাজন।
এবার গ্রাহকদের জন্য ডিজিটাল সোনা কেনার ব্যবস্থা করল অ্যামাজন পে। এই পরিষেবার নাম হল 'গোল্ড ভল্ট'। এর মাধ্যমেই নূন্যতম ৫ টাকা দিয়েই সোনা কিনতে পারবেন গ্রাহকেরা।
সেফ গোল্ডের সঙ্গে জুটি বেধে গ্রাহকদের জন্য ডিজিটাল গোল্ডের পরিষেবা চালু করল অ্যামাজন পে। এবার এই অ্যামাজন পে-তেই ৫ টাকা দিয়েই সোনা কিনতে পারবেন গ্রাহকেরা।
অ্যামাজন পে-এর এই পরিষেবার মাধ্যমেই অতি সহজেই গ্রাহকেরা ভার্চুয়ালি সোনায় বিনিয়োগ করতে পারবেন।
যে কোনও অ্যামাউন্টের মূল্যেরই আপনি সোনা কিনতে পারবেন এখান থেকে। শুধু তাই নয়, এই ডিজিটাল প্ল্যাটফর্মে সোনা বিক্রিরও সুবিধা রয়েছে।
সোনা কেনার পর আলাদা সুরক্ষার জন্য লকারেরও কোনও প্রয়োজন নেই।
উল্লেখ্য, এই ধরনের পরিষেবা আগেই চালু করেছে পেটিএম, ফোন পে, গুগল পে, মোবিকুইকের মতো কোম্পানি। এবার তাদেরকেই কড়া টক্কর দিতে সামিল অ্যামাজন পে।
সম্প্রতি সূত্র থেকে জানা গেছে, লকডাউনে করোনা সঙ্কটে পেমেন্ট সংস্থাগুলি তাদের লেনদেন বাড়ানোর জন্যই ডিজিটাল গোল্ড অফারিংয়ের উপর জোর দিচ্ছে।
সূত্র থেকে আরও জানা গেছে, অক্ষয় তৃতীয়ার সময়ে পেটিএম ৩৭ কেজি সোনা ডিজিটালে বিক্রি করেছে ।
ফোন পে, ২০২০ সালের প্রথম চার মাসে ১০০ কেজি সোনা বিক্রি করেছিল ডিজিটালে।