- Home
- Business News
- Other Business
- Gold and Silver Price - ধনতেরাসের আগেই একধাক্কায় বেড়ে গেল সোনার দাম, রূপোর দর ঠেকল কোথায়
Gold and Silver Price - ধনতেরাসের আগেই একধাক্কায় বেড়ে গেল সোনার দাম, রূপোর দর ঠেকল কোথায়
সামনেই ধনতেরাস। আর ধনতেরাসের সময়টাতে সোনা কেনার হিড়িক লেগেই থাকে অবাঙালি থেকে বাঙালিদের। ধনতেরাসে সোনা কেনা শুভ বলেই মানা হয়, চলতি বছরের ২ নভেম্বর ধনতেরাস। এবার ধনতেরাসের আগেই একধাক্কায় দাম বাড়ল সোনার। পাল্লা দিয়ে বাড়ল রূপোর দর। সপ্তাহের শুরুতেই সোনার দর বাড়তেই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।
- FB
- TW
- Linkdin
চলতি বছরের ২ নভেম্বর ধনতেরাস। ধনতেরাসে (Dhanteras) সোনা (Gold) কেনা শুভ বলেই মানা হয়। আর ধনতেরাসের সময়টাতে সোনা কেনার হিড়িক লেগেই থাকে অবাঙালি থেকে বাঙালিদের মধ্যে।
এবার ধনতেরাসের (Dhanteras) আগেই একধাক্কায় দাম বাড়ল সোনার। পাল্লা দিয়ে বাড়ল রূপোর দর। সপ্তাহের শুরুতেই সোনার দর বাড়তেই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।
উৎসবের মরশুমে সোনার দাম ওঠা-নামা যেন লেগেই রয়েছে। গত প্রায় ১০ দিন ধরেই সোনার দাম অনেকটাই নিম্মমুখী ছিল। এবার ধনতেরাসের আগেই একলাফে বাড়ল সোনা ও রূপোর দাম।
একটা সময়ে ৫০ হাজারের গন্ডি পার করলেও ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ডের দাম অনেকটাই কমেছে।গত পাঁচ মাসে সর্বনিম্ন স্তরে নেমেছিল সোনা। ফেরে দর বেড়েছে সোনালি ধাতুর।
গতকাল থেকেই বাজারে ছাড়া হয়েছে গোল্ড বন্ড। সপ্তম দফার এই গোল্ড বন্ড কেনা যাবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। যা ইস্যু করা হবে আগামী ২ নভেম্বর।
যারা অনলাইনে গোল্ড বন্ডের সাবস্ক্রিপন কিনবেন তাদের জন্য থাকবে বিশেষ ছাড়। যারা ডিজিটাল ভাবে লেনদেন করবেন তারা প্রতি গ্রামে পাবেন ৫০ টারা বিশেষ ছাড়।
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭, ৪১০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫০,১১০ টাকা।
সোনার পাশাপাশি রূপোর দামেও অনেকটাই হেরফের হয়েছে। গতকালের তুলনায় আজ অনেকটাই দাম বেড়েছে রূপোরও (Silver)। তবে ৭০ হাজারের চেয়ে অনেকটাই নিচে নেমেছে রূপোর দর।
সোনার থেকেও অনেকটা বেশি আশা জাগাচ্ছে রূপো। কলকাতার বাজারে ১ কেজি রূপোর আজকের দাম ৬৬,০০০ টাকা। সোনার গহনার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেশকনও (Silver Jewllery) জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে।