- Home
- Business News
- Other Business
- দুর্গাপুজোর আগেই একলাফে ফের দাম বাড়ল সোনার, রূপোর দর কোথায় ঠেকল, আজকের দর কত
দুর্গাপুজোর আগেই একলাফে ফের দাম বাড়ল সোনার, রূপোর দর কোথায় ঠেকল, আজকের দর কত
- FB
- TW
- Linkdin
ফের ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ডের দাম (Gold Price Hike) একধাক্কায় অনেকটাই বাড়ল। দুর্গাপুজোর আগে সোনার দাম বাড়তেই চিন্তা বেড়েছে মধ্যবিত্তের
সোনার দাম একদিন কমলে পরপর আবার দুদিন বাড়ছে। আর এই দাম বাড়া-কমা নিয়েই নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। বিশ্ব বাজারে অব্যাহত সোনার দাম।
দুর্গাপুজোর আগে ফের উর্ধ্বমুখী সোনার দাম। সপ্তাহের শুরুতেই চড়চড়িয়ে বাড়ল সোনার দাম। যার ফলে মাথায় হাত পড়ছে সাধারণ মানুষের।
সোনার দাম যেভাবে লাফিয়ে বাড়ছিল তাতে একলাফেই ৫০ হাজারের গন্ডি পার করেছিল। তাতে মধ্যবিত্ত থেকে ব্যবসায়ী সকলেই মুখ থুবড়ে পড়েছিল। গত পাঁচ মাসে সর্বনিম্ন স্তরে নেমেছিল সোনার দাম। কিন্তু ফের অক্টোবরের শুরুতেই দাম বাড়ল সোনার।
গত বৃহস্পতিবারের তুলনায় আজ ফের অনেকটাই বেড়েছে ১০ গ্রাম সোনার দাম। তবে বেশ কয়েকদিন ধরেই দাম পড়ছে সোনার। এবং শুধু তাই নয়, আগামী দিনে নাকি আরও কমতে পারে সোনার দাম তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা বলছেন, এটা সোনা কেনার আসল সময়। এবং দূর্গাপুজোর আগে সোনার দাম কমায় উৎসবে মরশুমে বেশ খানিকটা হলেও আশার আলো দেখছিলেন ব্যবসায়ীরা। কিন্তু ফের সোনার দাম বাড়ায় চিন্তার ভাঁজ পড়েছে কপালে।
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৫, ৮৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,৫৫০ টাকা।
সোনার পাশাপাশি রূপোর দামেও (Silver Price) অনেকটাই হেরফের হয়েছে। গতকালের তুলনায় আজ অনেকটাই দাম বেড়েছে রূপোরও। তবে ৭০ হাজারের চেয়ে অনেকটাই নিচে নেমেছে রূপোর দর।
সোনার থেকেও অনেকটা বেশি আশা জাগাচ্ছে রূপো। কলকাতার বাজারে ১ কেজি রূপোর আজকের দাম ৫৯,৫০০ টাকা। সোনার গহনার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেশকনও (Silver Jewllery) জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে।