পুজোর আগেই তিনদিনে প্রথম কমল সোনার দাম, দারুণ সস্তা হল রূপোও
পুজোর মরশুমে একটানা উর্ধ্বমুখী থাকার পর তিনদিনে প্রথম দাম কমল সোনার। ফের একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই সোনা কেনা নিয়ে নাজেহাল। যত সময় বাড়ছিল ততই যেন সোনার দর বাড়ছে। পুজো প্রায় চলেই এসেছে। করোনা আবহে এবছর পুজোর রং ফিকে হলেও প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন থেকেই। অনলাইনে কেনাকাটা চলছে জোরকদমে। পুজোর আগেই তিনদিনে প্রথম দাম কমল সোনার। পুজোর মরশুমে কলকাতায় কত হয়েছে সোনার দাম, জেনে নিন আজকের দর।
- FB
- TW
- Linkdin
পুজোর আগেই তিনদিন পর প্রথম কমল সোনার দাম। অগ্নিমূল্য বাজারে সোনার দামে বড় চমক।
মঙ্গলবার এমসিএক্স সূচক গোল্ড ফিচারে ১০ গ্রাম সোনার দাম ০.৫৫ শতাংশ পড়েছে।
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫০,১৩০ টাকা।
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৩,১৫০ টাকা।
রূপোর দামও একধাক্কায় অনেকটাই কমেছে। প্রতি কেজি রূপোতে ১.২ শতাংশ দাম কমেছে।
১ কেজি রূপোর আজকের দাম ৬২, ৩৪৩ টাকা।
গত কয়েকদিনে সোনার দাম যেমন বেড়েছিল তেমনই রূপোর দামও ছিল উর্ধ্বমুখী।
দাম কমা-বাড়ার মধ্যেই সোমবার থেকে ভারতে গোল্ড বন্ড কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত তা চলবে।