- Home
- Business News
- Other Business
- মধ্যবিত্তের মাথায় হাত, আবারও দাম বেড়ে আকাশ ছোঁয়া হল রান্নার গ্যাসের দাম
মধ্যবিত্তের মাথায় হাত, আবারও দাম বেড়ে আকাশ ছোঁয়া হল রান্নার গ্যাসের দাম
- FB
- TW
- Linkdin
ফেব্রুয়ারি মাসের শুরুতেই ২৫ টাকা বৃদ্ধি পেয়েছিল রান্নার গ্যাসের দাম। আবারও ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়ালো ৭৯৫ টাকা ৫০ পয়সা।
চলতি মাসে দুই দফায় গ্যাসের দাম ৭৫ টাকা বৃদ্ধি পেল। এমন মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল পরিস্থিতি মধ্যবিত্তের।
গত বছরের ডিসেম্বর থেকেই ধাপে ধারে বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম। গত বছরের শেষের দিকে গ্যাসের দাম ১০০ টাকা বেড়েছে।
এই ভাবেই ধাপে ধাপে রান্নার গ্যাসের উপর থেকে ভর্তুকি তুলে নিতে চাইছে কেন্দ্র, মত বিরোধীদের একাংশের।
একেই করোনা পরিস্থিতিতে হাতে টান মধ্যবিত্তের। তার উপর বেতনের কাঁটছাট, কোথাও খোয়া গিয়েছে চাকরি। এমন পরিস্থিতিতে অন্ন জোগাতে হিমশিম পরিস্থিতি মধ্যবিত্তের।
রান্নার গ্যাসের এই মূল্য বৃদ্ধির বিষয়ে ইন্ডিয়ান অয়েলের মার্কেটিং ডিরেক্টর গুরমিত সিং বলেছেন,'বাজারের উপর নির্ভর করে সবটা, আমাদের হাতে কিছু নেই'।
এদিকে আকাশ ছোঁয়া রান্নার গ্যাসের দামে কতটা ভর্তুকি পাবে মধ্যবিত্ত, সেই বিষয়ে এখনও মুখ খোলেনি কেন্দ্র।