- Home
- Business News
- Other Business
- BIG NEWS, প্রায় ১০ হাজার টাকা সস্তা হল সোনা, সর্বোচ্চ দরের চেয়েও অনেকটাই কমল দাম
BIG NEWS, প্রায় ১০ হাজার টাকা সস্তা হল সোনা, সর্বোচ্চ দরের চেয়েও অনেকটাই কমল দাম
- FB
- TW
- Linkdin
সপ্তাহের শুরুতেই ফের কমল সোনার দাম (Gold Price)। গত পাঁচ মাসে সর্বনিম্ন স্তরে নামল সোনা। ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ডের দাম একধাক্কায় কমেছে সোনার দাম।
একটা সময়ে ৫০ হাজারের গন্ডি পার করলেও ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ডের দাম অনেকটাই কমেছে। সপ্তাহের শুরুতে সোমবার সোনার দাম ফের কমল।
সর্বোচ্চ দামের চেয়ে প্রায় ১০ হাজার দাম কমল সোনার। বেশ কয়েকদিন ধরেই সোনার দাম কমছে। তবে বিশ্ব বাজারে অব্যাহত সোনার দাম। তার কারণে ভারতেও সোনার দাম হুড়মুড়িয়ে পড়ছে।
সোনার দাম যেভাবে লাফিয়ে বাড়ছিল তাতে একলাফেই ৫০ হাজারের গন্ডি পার করেছিল। তাতে মধ্যবিত্ত থেকে ব্যবসায়ী সকলেই মুখ থুবড়ে পড়েছিল। গত পাঁচ মাসে সর্বনিম্ন স্তরে নামল সোনা।
আপাতত ১০ গ্রাম সোনার দাম রেকর্ড দরের চেয়ে প্রায় ১০ হাজার টাকার মতো কম আছে। সোনার দাম একধাক্কায় এতটা কমায় সোনা কেনারও চাহিদা অনেকটাই বেড়েছে।
দূর্গাপুজোর আগে সোনার দাম কমায় উৎসবে মরশুমে দোকানেও ভিড় জমছে মধ্যবিত্তের। সোনার দাম একদিন কমলে পরপর আবার দুদিন বাড়ছে। আর এই দাম বাড়া-কমা নিয়েই নাজেহাল অবস্থা হয়েছিল মধ্যবিত্তের।
বিশেষজ্ঞরা বলছেন, এটা সোনা কেনার আসল সময়। এবং দূর্গাপুজোর আগে সোনার দাম কমায় উৎসবে মরশুমে বেশ খানিকটা হলেও আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। শুধু তাই নয়, আগামী দিনে নাকি আরও কমতে পারে সোনার দাম তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৫, ৭৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,৪৫০ টাকা।
সোনার পাশাপাশি রূপোর দামেও অনেকটাই হেরফের হয়েছে। গতকালের তুলনায় আজ অনেকটাই দাম কমেছে রূপোরও। ৭০ হাজারের চেয়ে অনেকটাই নিচে নেমেছে রূপোর দর।
সোনার থেকেও অনেকটা বেশি আশা জাগাচ্ছে রূপো। কলকাতার বাজারে ১ কেজি রূপোর আজকের দাম ৬০,২৫০ টাকা। সোনার গহনার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেশকনও জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে।