একলাফে ৬০০০ টাকা দাম কমল সোনার, বছরের শুরুতে দারুণ সস্তা হল রূপোও
| Published : Jan 08 2021, 05:57 PM IST
একলাফে ৬০০০ টাকা দাম কমল সোনার, বছরের শুরুতে দারুণ সস্তা হল রূপোও
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
17
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ফিউচার গোল্ডের দাম ০.২৫ শতাংশ কমে ৫০.৭৭৫ টাকা দাঁড়িয়েছে। এবং বর্তমানে উচ্চতর স্তর থেকে প্রায় ৬০০০ টাকা কমেছে সোনার দাম।
27
একটানা উর্ধ্বমুখী থাকার পর একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম। ফের ভারতীয় বাজারে দাম কমল সোনা ও রূপোর।
37
মার্কিন ডলার মজবুত হওয়ায় এবং বন্ড ইল্ড বাড়তে থাকায় সোনার দাম অনেকটাই কমেছে।
47
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫০,১৯০ টাকা।
57
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫২,৮৯০ টাকা।
67
রূপোর দামও একধাক্কায় অনেকটাই কমেছে। ০.২ শতাংশ দাম কমেছে রুপোর। ২৭.০৫ ডলার প্রতি আউন্স হয়েছে।
77
মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের দাম কমল সোনার। বছরের শুরুতে দাম কমায় দোকানেও ভিড় বাড়ছে সাধারণ মানুষের।