- Home
- Business News
- Other Business
- রেকর্ড দরের চেয়ে প্রায় ৮০০০ টাকা সস্তায় মিলবে সোনা, উল্টোরথের দিন কোথায় ঠেকল ১০ গ্রামের দাম
রেকর্ড দরের চেয়ে প্রায় ৮০০০ টাকা সস্তায় মিলবে সোনা, উল্টোরথের দিন কোথায় ঠেকল ১০ গ্রামের দাম
| Published : Jul 20 2021, 12:20 PM IST
রেকর্ড দরের চেয়ে প্রায় ৮০০০ টাকা সস্তায় মিলবে সোনা, উল্টোরথের দিন কোথায় ঠেকল ১০ গ্রামের দাম
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
19
উল্টোরথের দিন চড়চড়িয়ে বাড়ল সোনার দাম। এক মাসে উচ্চতম স্তরে পৌঁছে গিয়েছে সোনার দাম।
29
তবে গত বছরের সর্বোচ্চ রেকর্ড দরের চেয়ে এই বছর সোনার দাম প্রায় ৮০০০ টাকা সস্তা।
39
গত বছর আগস্টে সোনার দাম ছিল ৫৬, ২০০ টাকা। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।
49
এমসিএক্স সূচক অনুযায়ী সোনার দাম বর্তমানে ৪৮,২৭৮ টাকা ট্রেন্ড করছে, যা রেকর্ড দামের চেয়ে অনেকটাই সস্তা।
59
আন্তর্জাতিক বাজারে সোনার দাম ০.৩ শতাশ বেড়েছে।
69
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,৬১০টাকা।
79
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫০,৩১০ টাকা।
89
সোনার পাশাপাশি রূপোর দামেও অনেকটাই হেরফের হয়েছে। গতকালের তুলনায় আজ অনেকটাই দাম কমেছে রূপোরও।
99
সোনার থেকেও আশা জাগাচ্ছে রূপো। কলকাতার বাজারে ১ কেজি রূপোর আজকের দাম ৬৭,৫০০ টাকা।