লকডাউনে সুখবর, চতুর্থ পর্ব শুরু হতেই কমল সোনার দাম
দেশে জুড়ে একটানা লকডাউন। শুরু হল লকডাউনের চতুর্থ পর্ব। আর এই মারণ ভাইরাসের জেরে বড় সড় ধাক্কা পড়েছে অর্থনীতির উপর। দেশজোড়া লকডাউনে মধ্যেই তাই ওঠা-নামা করছে সোনার দাম। আজ আবারও একধাক্কায় কিছুটা কমেছে সোমার দাম। করোনা আতঙ্কের মধ্যে থাকলেও দেশের সমস্ত মেট্রো শহর-সহ কলকাতাতেও ফের সস্তা হয়েছে সোনা। তবে শুধু সোনাই নয়, রূপোর দামও অনেকটাই সস্তা হয়েছে। জেনে নিন আজকের দর।
- FB
- TW
- Linkdin
করোনা ভাইরাসের কারণে বিনিয়োগকারীদের মধ্যে এই কারণে এক ভারী আর্থিক পতনের সম্ভাবনার দুঃশ্চিন্তা দেখা গিয়েছে। বিনিয়োগকারীরা তাদের অর্থ অন্য খাতে না দিয়ে করে সোনায় বিনিয়োগ করছে।
এপ্রিলের শুরুতেও একধাক্কায় দাম কমেছিল সোনার দাম। আবারও লকডাউনের মধ্যে কমল সোনার দাম।
কিছুদিন আগেও আন্তজার্তিক বাজারে মূল্যবৃদ্ধি ও ডলারের তুলনায় টাকার মূল্যের অবনমনের জেরেই সোনার দাম ক্রমশ বেড়েই চলেছিল।
ফের লকডাউনের মধ্যেইমধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে দেশের সমস্ত মেট্রো শহর সহ কলকাতাতেও ফের সস্তা হয়েছে সোনা।
২২ ক্যারেট সোনার ১ গ্রামের আজকের দাম ৪,৪৯৫ টাকা। যার দাম গতকাল ছিল ৪,৫১৫ টাকা।
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৩৫,৯৬০ টাকা। যার দাম গতকাল ছিল ৩৬,১২০ টাকা।
২২ ক্যারেট সোনার ১০০ গ্রামের আজকের দাম৪,৪৯,৫০০ টাকা। যার দাম গতকাল ছিল ৪,৫১,৫০০ টাকা।
২৪ ক্যারেট সোনার ১ গ্রামের আজকের দাম ৪,৬৭৪ টাকা। যার দাম গতকাল ছিল ৪,৬৯৪ টাকা।
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৬,৭৪০ টাকা। যার দাম গতকাল ছিল ৪৬,৯৪০ টাকা।
২৪ ক্যারেট সোনার ১০০ গ্রামের আজকের দাম ৪,৬৭,৪০০ টাকা। যার দাম গতকাল ছিল ৪,৬৯,৪০০ টাকা।