- Home
- Business News
- Other Business
- ব্যাঙ্কের এফডি-র থেকে দ্বিগুন সুদ, পোস্ট অফিসের এই স্কিমে ইনভেস্ট করলেই লাভবান হবেন আপনি
ব্যাঙ্কের এফডি-র থেকে দ্বিগুন সুদ, পোস্ট অফিসের এই স্কিমে ইনভেস্ট করলেই লাভবান হবেন আপনি
লকডাউনের জেরে সকলেই ঘরবন্দি। ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে শুরু হয়ে গেছে লকডাউনের আনলক পর্ব। এই পরিস্থিতিতে কোথায়ও বিনিয়োগ করাও খুবই ঝুঁকিপূর্ণ বিষয়। যেখানেই বিনিয়োগ করবেন সেখানেই কোনও না কোনও সমস্যা। তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন পোসিট অফিসের স্মল সেভিংস স্কিমে। পোস্ট অফিসের এই যোজনাতে টাকা ইনভেস্ট করা সবচেয়ে ভাল অপশন। পোস্ট অফিসের এই যোজনায় টাকা ইনভেস্ট করলে আপনার টাকা যেমন সুরক্ষিত থাকবে ঠিক তেমনই ভালও রিটার্নও পাওয়া যাবে।
- FB
- TW
- Linkdin
করোনা রুখতে লকডাউনে আনলক পর্ব শুরু হয়েছে। এই সঙ্কট পরিস্থিতিতে দারুণ স্কিম নিয়ে হাজির পোস্ট অফিস।
লকডাউনের বাজারে টাকা সুরক্ষিত রাখতে এবং ভাল রিটার্ন পেতে চাইলে পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখুন।
এই স্কিমে বিনিয়োগ করার একটা বড় স্বস্তি হল আপনার টাকা সম্পর্ণ নিরাপদ থাকবে। লকডাউনের বাজারে টাকা জমাতে চাইলে পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখুন।
পোস্ট অফিস থেকেই আপনি কিনে নিতে পারবেন ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। আর এতেই ব্যাঙ্কে এফডি-র থেকেও অনেক বেশি সুদ পেতে পারেন আপনি।
বর্তমানে পোস্ট অফিসে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ৬.৮ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। আপনার জমা টাকার উপরেই চক্রবৃদ্ধি হারে সুদ বাড়ে।
এই স্কিমটির সময়সীমা ৫ বছর। প্রথম ৫ বছর হয়ে গেলে পরে আপনি আবারও আগামী ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন।
সবথেকে বড় সুবিধা হল এটি সরকারি সংস্থা। এখানে নির্দিষ্ট সময়ে টাকা ফেরত পেয়ে যাবেন কোনওরকম ঝুঁকি ছাড়াই।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের ম্যাচুরিটি হয় ৫ বছর পরে। তবে আপনি চাইলে ১ বছর পরও আপনার জমানো টাকা তুলে নিতে পারেন।
এই স্কিমে ১০ লক্ষ টাকা জমালেই সাড়ে ৩ লক্ষ টাকা সুদের গ্যারান্টি রয়েছে। অর্থাৎ ১০ লক্ষ টাকা জমালে ৫ বছর পরে সাড়ে ১৩ লক্ষ টাকা আপনি পাবেন।