লক্ষ্মীপুজোয় সোনায় সোহাগা, দারুণ সস্তা হল সোনা,দাম কমল রূপোরও
লক্ষ্মীপুজোয় বাম্পার ধামাকা। মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের দাম কমল সোনার। পুজোর মরশুমে ফের দাম কমল সোনার। গতকালের তুলনায় আজ একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই সোনা কেনা নিয়ে নাজেহাল। যত সময় বাড়ছিল ততই যেন দর বাড়ছিল সোনার। সপ্তাহের মাঝেই ফের চমক সোনার বাজারে। ভারতীয় বাজারে আজ ফের নিম্নমুখী সোনার দাম। গতকালের তুলনায় কতটা কমল সোনার দাম। জেনে নিন আজকের বাজার দর।
- FB
- TW
- Linkdin
লক্ষ্মীপুজোর দিনই সোনার দামে বড় চমক। করোনা আবহে এবছর পুজোর রং ফিকে হলেও সোনার দাম কমায় হাসি ফুটেছে মধ্যবিত্তের মুখে।
তবে গতকালের তুলনায় ফের আজ নতুন চমক দিয়েছে সোনার বাজার। পাশাপাশি রূপোর দামও নিচের দিকে।
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৯,০১০ টাকা।
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫২,৬১০ টাকা।
রূপোর দামও একধাক্কায় অনেকটাই কমেছে। ১ কেজি রূপোর আজকের দাম ৬২, ৪২০ টাকা।
সোনার দাম ওঠানামা করায় ইটিএএফ লগ্নিকারীরা আপাতত ঝুঁকি এড়াতে চাইছেন বলেই মনে করছেন বাজার বিশ্লেষকরা।
এমসিএক্স ফিচারে সপ্তাহের শেষেই ফের দাম কমল সোনার । লকডাউনের মধ্যে সোনার দামে ফের চমক।
তবে এটাই কি মোক্ষম সময় সোনা কেনার। বিশেষজ্ঞরা মনে করছেন,আগামী দিনেও সোনার দাম আরও কমবে।