লকডাউনের বাম্পার অফার, এই প্ল্যানে দ্বিগুন হাইস্পিড ডেটা দিচ্ছে জিও
গ্রাহকদের জন্য ফের সুখবর নিয়ে হাজির জিও। এই মুহূর্তে করোনা আতঙ্কে গৃহবন্দি হয়েছেন গোটা বিশ্বের মানুষ। বাড়ি থেকেই অফিসের কাজ সামলাচ্ছেন গ্রাহকদের একাংশ। আর যার কারণেই এই মুহূর্তে সবথেকে বেশি প্রয়োজন ডেটা ও কলের সুবিধা। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই জিও নিয়ে এল হাইস্পিড ডেটা রিচার্জ প্যাক। নতুন বার্ষিক প্ল্যানে 'ওয়ার্ক ফ্রম হোম' অফার নিয়ে হাজির হয়েছে জিও। মাত্র একটা রিচার্জ, আর তাতেই পাবেন ৩৬৫ দিনের সুবিধা। দেখে নিন জিওর আকর্ষণীয় অফার।
- FB
- TW
- Linkdin
চলতি মাসেই ফেব্রুয়ারি মাসেই ২,১২১ টাকার প্ল্যান নিয়ে হাজির হয়েছিল জিও। সেই প্ল্যানের মেয়াদ ছিল ৩৩৬ দিন ।
এবার সেই প্ল্যানকেই নতুন করে 'ওয়ার্ক ফ্রম হোম' প্ল্যান নিয়ে হাজির হয়েছে ডিও। তবে ২,১২১ টাকার পরিবর্তে ২,৩৯৯ টাকা প্ল্যান নিয়ে এসেছে জিও।
পুরোনো ডেটার দামের থেকে নতুন ডেটাতে সামান্য দাম বাড়ানো হলেও এই প্ল্যানে আরও বেশি সুবিধা পাবেন গ্রাহকরা।
২,৩৯৯ টাকার বার্ষিক প্রিপেইড প্ল্যানে জিও টু জিও আনলিমিটেড ভয়েস কলিং পাবেন। এছাড়াও ১২,০০০ মিনিট নন ভয়েস কলিং-এর সুবিধা পাবেন।
প্রতিদিন ২ জিবি করে হাইস্পিড ডেটা পাবেন গ্রাহকেরা। এই প্ল্যানের মেয়াদও থাকবে ৩৩৬ দিন। এছাড়াও ১০০টি এসএমএসের সুবিধা পাবেন।
২,১২১ টাকার প্ল্যানে প্রতিদিন১.৫ জিবি করে ডেটা পাওয়া যেত, আর নতুন প্ল্যানে প্রতিদিন ২জিবি ডেটা পাবেন গ্রাহকেরা।
এই প্ল্যানের পাশাপাশি যাদের ডেটা আরও বেশি লাগবে তারাও সুবিধা পাবেন।
জিওর ১৫১ টাকা, ২০১ টাকা, এবং ২৫১ টাকার অতিরিক্ত ডেটা প্যাক রিচার্জ করে আরও বেশি পরিমাণ ডেটা অ্যাড করে নিতে পারবেন গ্রাহকেরা।
২,৩৯৯ টাকার বার্ষিক প্রিপেইড প্ল্যানে জিও মোট ৭৩০ জিবি ডেটা দেবে গ্রাহককে।
এই বার্ষিক প্ল্যানে জিও সিনেমা, মাই জিও অ্যাপ, জিও সাভান এবং আর অনেক পরিষেবা পাওয়া যাবে।