- Home
- Business News
- Other Business
- একবার ইনভেস্ট করলেই সারা বছর করবেন বিপুল আয়, বড় ঘোষণা এই সরকারি সংস্থার
একবার ইনভেস্ট করলেই সারা বছর করবেন বিপুল আয়, বড় ঘোষণা এই সরকারি সংস্থার
- FB
- TW
- Linkdin
২১ অক্টোবর ২০২০ থেকে এই প্ল্যান অফলাইন ও অনলাইন দুভাবেই কিনতে পারবেন গ্রাহকরা ৷
এটি একটি নন-লিঙ্কড, নন পার্টিসিপেটিং, সিঙ্গল প্রিমিয়াম, ডিফার্ড অ্যানিউটি প্ল্যান ৷
এলআইসি-র এই জীবন শান্তি প্ল্যানে গ্রাহকরা লোনের বিশেষ সুবিধা পেয়ে যাবেন ৷
সিঙ্গল লাইফের জন্য ডিফার্ড অ্যানিউটি রয়েছে এলআইসি-র এই প্ল্যানে ৷ এই অপশনে ডিফার্রমেন্টের পর অ্যানিউটি পেমেন্ট সারাজীবন পাবেন গ্রাহকেরা। যিনি অ্যানিউটি পাচ্ছেন তার মৃত্যু হলে নমিনি এর বিশেষ সুবিধা পাবেন ৷
সিঙ্গল ছাড়াও জয়েন্ট লাইফের জন্য ডিফার্ড অ্যানিউটি করাতে পারবেন এবং অ্যানিউটি পেমেন্ট ততদিন জারি থাকবে যতদিন প্রথম এবং দ্বিতীয় ব্যক্তি জীবিত থাকবেন৷
ডিফার্মেন্টের সময়ের মধ্যেই যদি দুজনের মৃত্যু হলে তাহলে নমিনি সুবিধা পাবেন ৷ জয়েন্ট লাইফ অ্যানিউটি পরিবারের দুজনের মধ্যে নিতে পারেন ৷
এলআইসি-র প্ল্যান কেনার জন্য ন্যূনতম দেড় লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে ৷ তারপর থেকেই বার্ষিক , ৬ মাস, ৩ মাস কিংবা মান্থলি স্কিমে অ্যানিউটি কিনতে পারবেন ৷
এই প্ল্যানে বছরে ন্যূনতম ১২,০০০ টাকা আয় করতে পারবেন ৷ এবং সর্বোচ্চর কোনও সীমা নেই ৷
৩০ থেকে ৭৯ বছর বয়সের মধ্যে যে কোনও ব্যক্তি এলআইসি-র জীবন শান্তি প্ল্যান কিনতে পারবেন ৷