- Home
- Business News
- Other Business
- একাধিক শূন্যপদে বিপুল কর্মী নিয়োগ স্টেট ব্যাঙ্কের, জানুন আবেদনের শেষ তারিখ
একাধিক শূন্যপদে বিপুল কর্মী নিয়োগ স্টেট ব্যাঙ্কের, জানুন আবেদনের শেষ তারিখ
গোটা বিশ্বে একটানা লকডাউন চলছে। এই অবস্থায় প্রত্যেকেই এখন গৃহবন্দি। করোনা গ্রাস করেছে গোটা বিশ্বকে। এই লকডাউনের জেরে কাজ হারাচ্ছে বহু মানুষ। তার মধ্যেই স্বস্তির খবর শোনাল এসবিআই। চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। স্টেট ব্যাঙ্কের কর্মী নিয়োগ প্রক্রিয়া চালু হতে চলেছে। অফিসার পদে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে এসবিআই। কীভাবে আবেদন করবেন,জানুন পদ্ধতি।
- FB
- TW
- Linkdin
লকডাউনের মধ্যেই স্বস্তির খবর শোনাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। অফিসার পদে এবার কর্মী নিয়োগ করতে চলেছে এই ব্যাঙ্ক।
সম্প্রতি স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে জানানো হয়েছে মোট ৯ টি রাজ্যে ৩৮৫০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তিতে জানা গেছে, মধ্যপ্রদেশে- ২৯৬ জন, রাজস্থানে- ৩০০ জন, গুজরাতে- ৭৫০ জন,মহারাষ্ট্রে- ৫১৭ জন, গোয়ায়- ৩৩ টি শূন্যপদে অফিসার পদে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে । অনলাইনেই আবেদন করতে পারবেন।
আবেদনের আগে যারা যে সার্কেলের জন্য আবেদন করবেন তাদের সেই আঞ্চলিক ভাষা অবশ্যই জানতে হবে।
তিনি যে সেই আঞ্চলিক ভাষায় দক্ষ তার প্রমাণ হিসেবে দশম শ্রেণীর রেজাল্ট দেখাতে হবে।
অফিসার পদে আবেদন করার জন্য নূন্যতম ২ বছর কোনও গ্রামীণ ব্যাঙ্কে অফিসার পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরিপ্রার্থীর বয়স ৩০ বছরের কম হত হবে।
গতকাল অর্থাৎ ২৭ জুলাই থেকেই আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ ১৬ আগস্ট।