ঘরে বসেই শুরু করুন এই ১০ ব্যবসা, যাতে প্রয়োজন নেই পুঁজির
First Published Dec 9, 2020, 10:14 AM IST
ব্যবসা করার ইচ্ছে থাকে অনেকেরই। তবে অধিকাংশ ক্ষেত্রেই ইনভেস্টমেন্টের কথা ভেবে পিছিয়ে যান সকলে। ব্যবসা করার ক্ষেত্রে যে সব সময়েই প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন, এমনটা ভাবা একেবারেই ভুল। কোনওরকম অর্থ ব্যয় না করেও ঘরে বসেই ব্যবসা শুরু করা সম্ভব। সেক্ষেত্রে কোন ব্যবসা করবেন সেটাই বুঝে উঠতে পারেননা অনেকেই। এমন অনেক ব্যবসা আছে যার জন্য খুব সামান্য অর্থ বা কোনওরকম অর্থ ব্যয়ের প্রয়োজন নেই।

Dog Sitter- কুকুর পছন্দ করেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। কুকুরের প্রতি ভালোবাসাকে কাজে লাগিয়েই ঘরে বসেই শুরু করতে পারেন এই ব্যবসা। এই ব্যবসার জন্য কোনওরকম খরচের কোনও প্রয়োজনই নেই। তবে এই নিয়ে একটি কোর্স করে নিলে আরও ভালো।

Private Tutor- প্রাইভেট টিউটর বা গৃহশিক্ষকতা করে এখন অনেকেই প্রচুর পরিমাণ আয় করেন। পড়াশোনা করতে যদি আপনার ভালোলাগে এবং ছোটদের পড়াতে, তবে ঘরে বসেই আপনি পড়ানো শুরু করতে পারেন। যা থেকে এখন ভালোই আয় হয়। পাশাপাশি অনলাইনেও পড়াতেই পারেন।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন