বর্ষশেষে বাম্পার অফার, মাত্র ১০০ টাকার মধ্যে একগুচ্ছ নয়া প্ল্যান 'Vi'-এর
First Published Dec 18, 2020, 3:21 PM IST
বর্ষশেষে বাম্পার অফার নিয়ে হাজির Vi। গ্রাহকদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য এবং আগামি দিনে নতুন পরিষেবা নিয়ে হাজির Vi। পাশাপাশি ছিল নতুন একগুচ্ছ প্ল্যান। যা সুবিধা দিয়েছিল সমস্ত ক্রেতাদের। করোনার সময়েও ওয়ার্ক ফ্রম হোমের সাধারণ গ্রাহকদের কথা ভেবে বেশ কিছু সস্তার প্ল্যানও এনেছিল ভোডাফোন। এবার মাত্র ১০০ টাকার মধ্যে Vi-একগুচ্ছ নয়া প্ল্যান নিয়ে এসেছে।

গ্রাহকদের জন্য সস্তার দুই প্ল্যান নিয়ে এসেছে Vi। ৫৯ টাকার প্ল্যানে রয়েছে ২৮ দিনের ভ্যালিডিটি। এছাড়াও গ্রাহকেরা এই প্ল্যানে পাবেন ৩০ মিনিট আন লিমিটেড লোকাল জাতীয় থেকে শুরু করে রোমিং এর সুবিধা। তবে এই প্ল্যানটিতে কল ছাড়া আর কোনও সুবিধা নেই বলে জানানো হয়েছে।

এছাড়াও ৬৫ টাকার কম্বো প্যাকে রয়েছে ১০০ এম বি হাই স্পিড ডেটা ব্যবহারের সুবিধা। এবং ৫২ টাকার টক টাইমের সুবিধা। রয়েছে ২৮ দিনের ভ্যালিডিটি। এই দুই প্ল্যান ছাড়াও মাত্র ১০০ টাকার মধ্যে Vi-এর আরও কিছু প্ল্যানও রয়েছে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন