- Home
- Business News
- Other Business
- ২৪ ঘন্টাই খোলা থাকবে ব্যাঙ্ক, ৬০ টির বেশি পরিষেবা মিলবে হোয়াটসঅ্যাপে
২৪ ঘন্টাই খোলা থাকবে ব্যাঙ্ক, ৬০ টির বেশি পরিষেবা মিলবে হোয়াটসঅ্যাপে
এবার অত্যাধুনিক ফিচার ও ব্যাঙ্কিং পরিষেবা নয়া সুবিধা নিয়ে হাজির হয়েছে ইয়েস ব্যাঙ্ক। ৷ এবার সারাদিন অর্থাৎ ২৪ ঘন্টায় খোলা থাকবে ব্যাঙ্ক। যার ফলে মানুষজন আরও সহজেই নির্ভরশীল হয়ে পড়ছে এই ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবার উপরে। ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে ৬০ টির বেশি পরিষেবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবার থেকে পেয়ে যাবেন গ্রাহকরা ৷ এই মুহূর্তে দেশের বেশিরভাগই মানুষই ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ। এবার হোয়াটসঅ্যাপে নয়া ব্যাঙ্কিং পরিষেবায় সাধারণ মানুষের অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কী কী সুবিধা পেতে পারেন গ্রাহকেরা, জানুন বিস্তারিত।
- FB
- TW
- Linkdin
সারা বিশ্বজুড়ে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস তাতে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে একজনের থেকে অন্যজনের শরীরে। যত দিন এগোচ্ছে পরিস্থিতি ততই যেন ভয়াবহ আকার নিচ্ছে। আর এর জেরেই সিংহভাগ মানুষ বর্তমানে ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবার উপরেই নির্ভরশীল হয়ে পড়ছে।
কোটি কোটি ব্যাঙ্ক গ্রাহকদের কথা ভেবেই নতুন পরিষেবা নিয়ে হাজির ইয়েস ব্যাঙ্ক ৷ এবার সারাদিন অর্থাৎ ২৪ ঘন্টায় খোলা থাকবে ব্যাঙ্ক। যার ফলে মানুষজন আরও সহজেই নির্ভরশীল হয়ে পড়ছে এই ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবার উপরে।
লকডাউনের হাজারো সমস্যায় ডিজিটাল ব্যাঙ্কিংয়ে মানুষকে উৎসাহিত করার জন্য একাধিক ব্যাঙ্ক হোয়াটসঅ্যাপের সঙ্গে হাত মিলিয়েছে। এর মূল উদ্দেশ্যই হল, ব্যাঙ্কিং পরিষেবাকে আরও সহজতর করা ৷
একটি ম্যাসেজ পাঠিয়েই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ইয়েস ব্যাঙ্কের গ্রাহকরা সেভিংস ব্যাঙ্কের ব্যালেন্স চেক করতে পারবেন ৷
এর পাশাপাশি গত কয়েকদিনের ডিজিটাল লেনদেনের সম্বন্ধে বিস্তারিত তথ্যও জানতে পারবেন ৷
ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে ৬০ টির বেশি পরিষেবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবার থেকে পেয়ে যাবেন গ্রাহকরা ৷
এফডি থেকে লোন ,চেক বুক অর্ডার, অবৈধ লেনদেন নিয়ে রিপোর্ট করা, রিওয়ার্ড পয়েন্টস রিডিম করার সুবিধাও মিলবে এই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ৷
এখান থেকেই পিএম কেয়ার্স ফান্ডে ডোনেটও করতে পারবেন ৷ আপনার আশেপাশে কোথায় এটিএম রয়েছেও তাও এই হোয়াটসঅ্যাপের সাহায্যে জেনে নিতে পারবেন ৷
লকডাউনে ক্যাশ ব্যবহার করার প্রবণতা অনেকটাই কমিয়ে দিয়েছে সাধারণ মানুষ ৷ বিশেষ করে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মানুষ এখন ডিজিটাল লেনদেনের উপরই নির্ভর করছে ৷
এবার হোয়াটসঅ্যাপে ইয়েস ব্যাঙ্কের নয়া পরিষেবায় সাধারণ মানুষের অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।