- Home
- Business News
- Other Business
- সেভিংস অ্যাকাউন্টের থেকেও দ্বিগুন লাভ মিলছে এই স্কিমে, বিপুল ছাড় ট্যাক্সেও
সেভিংস অ্যাকাউন্টের থেকেও দ্বিগুন লাভ মিলছে এই স্কিমে, বিপুল ছাড় ট্যাক্সেও
- FB
- TW
- Linkdin
নিজের ইনভেস্টমেন্টের টাকা কে না চায় ডবল করতে। কিন্তু কোথায় ইনভেস্ট করলে ঠিকঠাক রিটার্ন পাওয়া যাবে এটা সবার আগে জানা দরকার।
ব্যাঙ্কে টাকা রাখলেও ঠিকমতো সুদ মিলছে না। এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন পোস্ট অফিসের এই স্কিমে। যেখানে সেভিংস অ্যাকাউন্টের থেকেও দ্বিগুন লাভ মিলছে।
ভারত সরকারের পক্ষ থেকে একটি স্মল সেভিংস স্কিম জারি করা হয়েছে। যে কোনও পোস্ট অফিসেই এই সার্টিফিকেট কিনতে পাওয়া যায়।
এই স্কিমের সবচেয়ে বড় বিষয় হল ১০০ টাকা থেকে এখানে ইনভেস্ট করতে পারবেন। তারপর ৫০০,১০০০, ২০০০. ৫০০ টাকা পর্যন্ত এই এনএসসি-র সার্টিফিকেট আপনি কিনতে পারবেন। ইনভেস্ট করারও কোনও সীমা নেই।
যে কোনও ব্যক্তিই এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন। আপনি চাইলে নিজের সন্তানের নামেও এই সার্টিফিকেট কিনতে পারবেন।
এই সরকারি স্কিমে ট্যাক্সেও মিলবে ছাড়। দেড় লক্ষ টাকা পর্যন্ত মিলবে কর ছাড়। এবং এই যোজনায় আপনার টাকাও সুরক্ষিত থাকবে।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট যে কোনও ডাকঘর থেকেই কিনতে পারবেন। এর জন্য একটা ফর্ম ফিলাপ করতে হবে। এবং টাকার পরিমাণ ও ডকুমেন্টস জমা দিলেই হবে।
ক্যাশ বা চেকের মাধ্যমেই আপনি এই সার্টিফিকেট কিনতে পারবেন। এছাড়াও এই এনএসসি-র সুদের হারও প্রতি ৩ মাসে পরিবর্তন হয়।
এখানে ইনভেস্ট করলে ট্যাক্স ছাড়ে যেমন সুবিধা পাওয়া যাবে, তেমনই কাটা যাবে না টিডিএস। সার্টিফিকেটের জন্য ব্যাঙ্ক থেকে লোনও নিতে পারবেন।