ভারতে করোনাভাইরাসের ১০টি হটস্পট, কেমন আছে দিল্লি, মহারাষ্ট্র আর কেরল
| Published : Apr 06 2020, 12:21 PM IST
ভারতে করোনাভাইরাসের ১০টি হটস্পট, কেমন আছে দিল্লি, মহারাষ্ট্র আর কেরল
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
গুজরাট। সোমবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গুজরাটে আক্রান্তের সংখ্যা ১২২। মৃতের সংখ্যা ১২। যার অধিকাংশই আমেদাবে।
210
কেরলের কাসরগড ১০টি করোনা হটস্পটের মধ্যে একটি। এই জেলার অধিকাংশ করোনাভাইরাসে আক্রান্তেরই দুবাই ভ্রমণের পূর্ব ইতিহাস রয়েছে
310
২. দিল্লির অপর একটি হটস্পট দিলসাদ গার্ডেন। সৌদি আবর থেকে ফেরা এক মহিলা আর স্থানীয় মহল্লা ক্লিনিকের চিকিৎসক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। তারপরই তাঁদের সংস্পর্শে আসা এলাকার প্রায় ১হাজার মানুষকে আইসোলেশনে পাঠান হয়েছিল।
410
২. দিল্লির অপর একটি হটস্পট দিলসাদ গার্ডেন। সৌদি আবর থেকে ফেরা এক মহিলা আর স্থানীয় মহল্লা ক্লিনিকের চিকিৎসক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। তারপরই তাঁদের সংস্পর্শে আসা এলাকার প্রায় ১হাজার মানুষকে আইসোলেশনে পাঠান হয়েছিল।
510
নিজামুদ্দিন। দেশে করোনাভাইরাসের হটস্পট হিসেবে সবথেকে বেশি চর্চিত। মার্চের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণ দিল্লির এই এলাকায় তাবলিগি জমাতের একটি অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ উপস্থিতি ছিলেন। অনুষ্ঠানে অংশ নিতে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালেশিয়া থেকেই এসেছিলেন বহু মানুষ। তাঁদের মাধ্যেই করোনাভাইরাস সংক্রমিত হয় বলে অভিযোগ।
610
একই অবস্থা কেরলের পাথনামথত্তা জেলার। এই জেলার বাসিন্দাদের যাতায়াত রয়েছে গলফ রিজিওনে।
710
পুনেতেও আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। যা উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের।
810
রাজস্থানের ভিলওয়ারা। ১৯ল মার্চ এই শহর করোনাভাইরাসে আক্রান্তের ম্যাপে জায়গা করে নিয়েছেন।একটি হাসপাতালের ৬ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। তাঁদের সংস্পর্শে আসা ২৬ জন ইতিমধ্যেই সংক্রমিত। বিদেশ থেকে ফেরা এক চিকিৎসকের মাধ্যমেই সংক্রমণ ছড়িয়ে বলে অনুমান।
910
মীরাট। উত্তর প্রদেশের একটি হটস্পট। দিল্লি থেকে করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি মীরাটে এসেছিলেন। উত্তর প্রদেশের একাধিক শহরেও তিনি ভ্রমণ করেন। তাঁর সংস্পর্শে আসা বহু মানুষকে চিহ্নিত করে পাঠান হয় আইসোলেশনে।
1010
দেশের বাণিজ্য নগরী মুম্বইয়ের ক্রমশই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সোমবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্টে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৬৯০। এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে দুজন আক্রান্ত হওয়ায় চিন্তা বাড়িয়েছে প্রশাসনের।