COVID 19: পরপর ২ দিনেও নামেনি কোভিড গ্রাফ, আশঙ্কা বাড়াচ্ছে কলকাতা- উত্তর ২৪ পরগণা
- FB
- TW
- Linkdin
কোভিডের দ্বিতীয় তরঙ্গের দাপট ফের বেড়েছে। একদিকে তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা। তারই মাঝে ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ওঠা -নামা করছে রাজ্যে। তবে এবার বাংলায় মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘন্টায় একই অবস্থানে রয়েছে। কোভিডে এখনও মৃত্য়ু হচ্ছে বাংলার ৫ জেলায়।
শনিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,সেই ৫ জেলার লিস্টে মৃত্যুতে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগণা এবং নদিয়া । দ্বিতীয় স্থানে জলপাইগুড়ি । কলকাতা তথা রাজ্যজুড়ে ভ্য়াকসিনেশন বৃদ্ধির সঙ্গেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমবে বলেই অনুমান বিশেষজ্ঞদের।
শনিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ১৪ জন। উত্তর ২৪ পরগণায় এবং নদিয়ায় ৪ জনের মৃত্যু হয়েছে। জলপাইগুড়িতে ৩ জন, হুগলিতে ২ জন, দক্ষিণ ২৪ পরগণায় ১ জনের মৃত্যু হয়েছে।
শনিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, একদিন যেসকল জেলায় মৃত্যু থামছিল না, তারাও এবার মৃত্যু শূণ্য হয়েছে। মৃত্যু থেমেছে কলকাতা,মুর্শিদাবাদ , হাওড়া, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, দার্জিলিং, মলদহ, কালিংপং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই বর্ধমান জেলা।
শনিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা ১১৯ জন। এবং এখানে মোট সংক্রমণের সংখ্যা ৩১৪,১৬৭ জন। মহানগরে মোট মৃতের সংখ্যা ৫০২২ জন। নতুন করে কোভিড জয়ী হয়েছেন ১১৪ জন।
রাজ্যের সব জেলার থেকে দৈনিক সংক্রমণ নিয়ে শীর্ষে উত্তর ২৪ পরগণা। আর একবারে পাশাপাশি দ্বিতীয়স্থানে কলকাতা। উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্তের সংখ্যাও রীতিমত চিন্তার কারণ। এখনও এই জেলার সংক্রমণ ১০০ নীচে নামেনি।
শনিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,উত্তর ২৪ পরগণা একদিনে আক্রান্তের সংখ্যা ১২৭ জন। দক্ষিণ ২৪ পরগণাতে একদিনে আক্রান্তের সংখ্যা ৫৬ জন । দার্জিলিং একদিনে আক্রান্তের সংখ্যা ৩৯ জন। তবে আগের থেকে অনেকটাই কমেছে সংক্রমণ দার্জিলিংয়ে।
শনিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৭৫২ জন । যা আগের থেকে সামান্য কমেছে। পশ্চিমবঙ্গে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া ৮, ২১৯ জন থেকে সামান্য কমে ৮, ২০৩ জন ।
শনিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, পুজোর আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে অনেকেই। কোভিড জয়ীর সংখ্যা আগের থেকে অনেকটাই বেড়েছে।পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫৪ জন। বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫, ২৯,৩৮৭জন।
শনিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ থেকে বেড়ে ৯৮.২৮শতাংশ। রোজই একটু একটু করে বাড়ছে সুস্থতার হার। যা আগের থেকে অনেকটাই আশা যুগিয়েছে।