- Home
- World News
- নামমাত্র দামে পোর্টেবল ভেন্টিলেটর, করোনা-যুদ্ধে একের পর এক অস্ত্রে জাত চেনাচ্ছে আইআইটি
নামমাত্র দামে পোর্টেবল ভেন্টিলেটর, করোনা-যুদ্ধে একের পর এক অস্ত্রে জাত চেনাচ্ছে আইআইটি
| Published : Apr 03 2020, 11:02 PM IST / Updated: Apr 04 2020, 03:00 PM IST
নামমাত্র দামে পোর্টেবল ভেন্টিলেটর, করোনা-যুদ্ধে একের পর এক অস্ত্রে জাত চেনাচ্ছে আইআইটি
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
ভেন্টিলেটর - ভারতে এই মুহূর্তে ভেন্টিলেটর যন্ত্র, যা শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য অতি আবশ্য়ক, তার সংখ্যা মেরেকেটে ৩০,০০০ থেকে ৫০,০০০টি। অথচ, কোভিড-১৯'এর বিরুদ্ধে যুদ্ধে যারা রয়েছেন, তাঁরা বলছেন, খুব তাড়াতাড়ি অন্তত ৭ থেকে ১০ লক্ষ ভেন্টিলেটর প্রয়োজন। চিন থেকে ১০০০০টি ভেন্টিলেটর যন্ত্র কেনার কথা হয়েছে কিন্তু তা যথেষ্ট নয়। এই অবস্থায় আইআইটি রুরকি-র এই যন্ত্র দারুণ কাজে আসবে। আর এর দাম পড়বে মাত্র ৩০,০০০ টাকা, অর্থাৎ প্রচলিত ভেন্টিলেটর যন্ত্রের প্রায় পাঁচগুণ কম। প্রস্তাবিত মডেলটি বাচ্চা-বয়স্ক নির্বিশেষে সকলেই ব্যবহার করতে পারবেন, এবং এটি পোর্টেবল অর্থাৎ বহনযোগ্য হওয়ায় সুবিধা আরও বেশি। ভেন্টিলেটর তৈরির কাজ চলছে আইআইটি দিল্লি, ও কানপুরেও।
28
হ্যান্ড স্যানিটাইজার - করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে আরেকটি অত্যন্ত প্রয়োজনীয় অস্ত্র হ্যান্ড স্যানিটাইজার। দারুণ চাহিদার সময় দিল্লি আইআইটির রসায়ন বিভাগ প্রথম অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে। পরে আইআইটি খড়গপুরের দুটি গবেষণা দল-ও একই কাজ করে ভারতের হাত মজবুত করেছে। এই হ্যান্ড স্যানিটাইজারগুলি হাসপাতালে যুদ্ধরত চিকিৎসাকর্মীদের অত্যন্ত প্রয়োজনীয়। আইআইটি রুরকি আবার ভেষজ হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে।
38
টেস্টিং কিট - করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে যত বেশি সম্ভব মানুষের পরীক্ষা করা প্রয়োজন। আর তার জন্য চাই টেস্টিং কিট। ভারতে এই কিটের দারুণ অভাব। আইআইটি দিল্লি ইতিমধ্যেই বাজারে চলতি টেস্টিং কিট-এর থেকে অনেক সস্তা টেস্টিং কিট বানিয়েছে। তা গবেষণাগারের পরীক্ষায় পাস করেছে। এখন পুনেতে তার ক্লিনিকাল টেস্ট চলছে।
48
প্রতিরক্ষামূলক সরঞ্জাম - ভারতে চিকিৎসাকর্মীদের সংক্রমণ থেকে বাঁচতে প্রতিরক্ষামূলক সরঞ্জাম-এর ব্যাপক অভাব। এই অভাব পুরণেও এগিয়ে এসেছে আইআইটিগুলি। দিল্লি আইআইটি সংক্রমণ-রোধী কাপড় তৈরির চেষ্টা চালাচ্ছে।
58
ফেস শিল্ড - আইআইটি রুরকির একটি প্রযুক্তিবিদ্যার তিনজন অধ্যাপক ও কর্মচারীরা মিলে স্বাস্থ্যকর্মীদের করোনভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার জন্য একটি স্বল্পমূল্যের থ্রিডি মুদ্রিত ফেস শিল্ড বা মুখ বর্ম তৈরি করেছে। থ্রিডি মুদ্রন প্রয়ুক্তিতে তৈরি এই ফেস শিল্ড-এর ফ্রেমের সামনে একটি স্বচ্ছ পরত দেওয়া থাকে, যা মুখকে রক্ষা করে। আবার তা প্রতিস্থাপন-ও করা যায়। সব মিলিয়ে এটি তৈরিতে খরচ পড়েছে মাত্র ৪৫ টাকা। বিপুল সংখ্যায় তৈরি করলে দাম পড়বে ২৫ টাকা মতো।
68
করোন্টিন অ্যাপ - ভারতে বর্তমানে কোভিড-১৯ আক্রান্তদের অনেকেই কোয়ারেন্টাইন থেকে পালাচ্ছেন। আর তাদের সংস্পর্শে এসে অন্যান্যরা আক্রান্ত হচ্ছেন। এর সমাধানে আইআইটি-বম্বের গবেষকরা 'করোন্টিন' নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করেছেন। করোনা সন্দেহভাজন একবার নিবন্ধিত হয়ে গেলে অ্যাপটি তাদের ফোনের মারফত তাদের সন্ধান করতে পারে।
78
রোবট ইউনিট - আইআইটি রুরকি-তে বর্তমানে বিচ্ছিন্নতা ওয়ার্ডে ওষুধ ও খাদ্য বহনের রোবট তৈরির কাজ চলছে। সেইসঙ্গে রোবট ভিত্তিক স্ক্রিনিং ইউনিট-ও তৈরি করা হচ্ছে।
88
স্যানিটাইজার ড্রোন - আইআইটি রুরকি-র একদল শিক্ষার্থী সুরক্ষিতভাবে কোভিড-১৯'এর বিস্তার রোধ করতে পার্ক, রাস্তা ও ফুটপাথের মতো বড় বড় এলাকাগুলি স্যানিটাইজের জন্য স্বয়ংক্রিয় স্প্রেয়ার-সহ একটি ড্রোন তৈরি করেছে। এই ছাত্ররা 'রেসারফ্লাই' নামে একটি স্টার্টআপ সংস্থা চালায়। এই স্প্রেয়ার সিস্টেমটি ১৫ মিনিটেরও কম সময়ে কোনও বড় পার্ক স্যানিটাইজ করার কাজ করতে পারে।