- Home
- Sports
- Cricket
- বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন ব্রাভোর বান্ধবী, জোসানার হট ছবির অ্যালবাম পাগল করবে আপনাকেও
বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন ব্রাভোর বান্ধবী, জোসানার হট ছবির অ্যালবাম পাগল করবে আপনাকেও
- FB
- TW
- Linkdin
দীর্ঘ বছর ধরে ব্রাভোর সঙ্গে সম্পর্কে রয়েছেন জোসানা গনজালভিজ। তাদের মধ্যে সম্পর্কের নিবিড়তাও খবু ভাল। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। খুব মজাতেই একসঙ্গে দিন কাটান ব্রাভো, জোসানা ও তাদের সন্তান। ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম
ব্রাভোর বান্ধবী দেখতেও খুব সুন্দরী। তার রূপ দেখে চোখ ফেরানো দায় হয়ে যার অনেকরই। ছবি তুলতেও খুবই পছন্দ করেন জোসানা গনজালভেজ। ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম
সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় জোসানা গনজালভিজ। খুবই ঘন ঘন নিজের ও পরিবারের সঙ্গে ছবি শেয়ার করেন তিনি। নিজের হট ও বোল্ড ছবিও খুব শেয়ার করেন রোজানা। যা দেখার জন্য অপেক্ষায় থাকেন সকলেই। লাইক ও কমেন্টেরও বন্যা বয়ে যায়। ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম
জোসানার সোশ্যাল মিডিয়ায় নিজের বিকিনি পরিহিত ছবিও শেয়ার করেন। তার এক একটি হট ছবি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যার জন্য প্রশংসিত হন তিনি। ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম
বিকিনি পড়া জোসানার এই ছবিটিও শেয়ার করার পর মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিকিনি পরিহিত জোসানাকে খুবই হট ও সেক্সি দেখায়। সোশ্যাল মিডিয়ায় তার একাধিক বিকিনি পরিহিত ছবি রয়েছে। ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম
সমুদ্র সৈকতেও নিজের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ডোয়েইন ব্রাভোর বান্ধবী। বিশেষ করে বিকিনি পরিহিত সমুদ্র সৈকতে জোসানার ছবি খুবই পছন্দ করেন তার অনুগামীরা। ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম
জোসানার বিকিনি পরিহিত একএকটি ছবি সকলের মনে ঝড় তোলেন। বিশেষ নেটিজেনরা খুবই পছন্দ করেন। জোসানার রূপে মগ্ধ আট থেকে আশি সকলেই। ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম
বন্ধুদের সঙ্গেও সময় কাটাতে খুব পছন্দ করেন জোসানা। ব্রাভো খেলার জন্য ব্যস্ত থাকলে বান্ধবীদের সঙ্গে সময় কাটান তিনি। বিভিন্ন ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতাতেও অংশ নেন জোসানা গনজালভেজ। সেখানে গিয়েও বান্ধবীদের সঙ্গে ছবি শেয়ার করেছেন তিনি। ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম
নিজের বান্ধবীকেনিয়ে খুবই খুশি ডোয়েইন ব্রাভো। তার সন্তানের যথার্থ দেখভাল করেন। এবং বিপদের সময় ব্রাভোর পাশা সবসময় থেকেছেন জোসানা। ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম
বর্তমানে ব্রাভো ও সন্তানকে নিয়ে আনন্দেই দিন কাটাচ্ছেন জোসানা। ব্রাভো ও জোসানার জুটিকেও সকলেই পছন্দ করেন। তাদের বিনদাস লাইফ স্টাইলের জন্য প্রশংসিতও হন তারা। ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম