১১৪ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন অশ্বিন, বার্নসকে আউট করে নাম তুললেন ইতিহাসের পাতায়
- FB
- TW
- Linkdin
অস্ট্রেলিয়ায় শেষ টেস্ট না খেললেও, সফরের বাকি তিনটি ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেওএ সফল হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন।
সিডনি টেস্টে হারের মুখ থেকে ঘন্টার পর ঘন্টার ব্যাট করে ভারতীয় দলকে বাঁচিয়েছিলেন অশ্বিন ও হনুমা বিহারী জুটি। পিঠে ব্যাথা নিয়ে তার ইনিংস প্রশংসা কুড়িয়েছিল ক্রিকেট বিশ্বের।
এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে বল করতে এসে প্রথম বলেই উইকেট নিয়ে অনন্য রেকর্ড গড়লেন ভারতীয় তারকা স্পিনার।
প্রথম বলেই ফিরিয়ে দেন রোরি বার্নসকে। অশ্বিনের বলের অতিরিক্ত বাউন্স বার্নসের ব্যাট ছুঁয়ে স্লিপে অজিঙ্ক রাহানের হাতে জমা পড়ে। তাতেই একশো বছরের থেকেও পুরোন রেকর্ড ভাঙলেন অশ্বিন।
তৃতীয় স্পিনার হিসেবে কোনও টেস্ট ইনিংসের প্রথম বলেই উইকেট নেওয়ার নজির গড়লেন অশ্বিন। শেষবার এমনটা ঘটেছিল একশো ১১৪ বছর আগে।
১৯০৭ সালে সেই কৃতিত্ব অর্জন করেছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার বার্ট ভোগলার। স্পিনার হিসেবে প্রথম বলেই উইকেট নেওয়ার প্রথম দৃষ্টান্ত রয়েছে ইংল্যান্ডের ববি পিলের। ১৮৮৮ সালে সেই কৃতিত্ব অর্জন করেছিলেন।
বিরল নজির গড়ার সময় নিজেও জানতেন না রবিচন্জ্রন অশ্বিন। তার ইতিহাস রচনার কথা পরে জানতে পেরে খুশি ভারতীয় তারকা অফ স্পিনার।