- Home
- Sports
- Cricket
- IND VS SA TEST: মহারণের আগে কতটা তৈরি টিম ইন্ডিয়া, দেখুন বিরাটদের কঠোর অনুশীলনের ছবি
IND VS SA TEST: মহারণের আগে কতটা তৈরি টিম ইন্ডিয়া, দেখুন বিরাটদের কঠোর অনুশীলনের ছবি
- FB
- TW
- Linkdin
কেপটাউন টেস্টে দলে ফিরছেন অধিনায়ক বিরাট কোহলি। একদিকে অধিনায়কত্বের দায়িত্ব অপরদিকে বড় ম্যাচেরান করে আরও একবার নিজেকে প্রামণ করা। তাই অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন তিনি। ছবি সৌজন্য: বিসিসিআই ট্যুইটার
ভারতীয় ব্যাটসম্য়ানদের মধ্যে একমাত্র কেএল রাহুল দুটি টেস্টেই ব্যাট হাতে রান পেয়েছেন। কেপ টাউনে ফাইনাল টেস্টেও তাকে দায়িত্ব হবে দলের ইনিংসের ভিত গড়ার। অনুশীলনে নিজেকে তৈরি রেখেছেন তিনি। ছবি সৌজন্য: বিসিসিআই ট্যুইটার
প্রথম টেস্টে রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও দ্বিতীয় টেস্টে ব্য়াটে রান আসেনি মায়াঙ্ক আগরওয়ালের। কেপটাউনের কঠিন উইকেটে নতুন বল সামলাতে হবে তাকে। অনুশীলনে নিজেকে প্রস্তুত করছেন মায়াঙ্ক। ছবি সৌজন্য: বিসিসিআই ট্যুইটার
কেপ টাউনের উইকেটে ব্য়াটসম্যানদের যে পরীক্ষা নিতে চলেছেন পেসাররা তা সকলেরই জানা। জোহানেসবার্গের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন রাহানে। তৃতীয় টেস্টের আগে কঠোর অনুশীলন সেরেছেন তিনি। ছবি সৌজন্য: বিসিসিআই ট্যুইটার
নিজের কেরিয়ারে বহুবার দক্ষিণ আফ্রিকা সফরে এসেছেন রাহুল দ্রাবিড়। প্রোটিয়াভূমে অন্যতম সফল ব্যাটসম্যানও তিনি। বড় ম্য়াচের আগে অনুশীলনে প্লেয়ারদের গুরুত্বপূর্ণ টিপস দিলেন বিরাট-রাহুল-পুজারাদের হেডস্যার। ছবি সৌজন্য: বিসিসিআই ট্যুইটার
সিরিজের ফাইনাল টেস্টের আগে অনুশীলনে মগ্ন ভারতীয় দলের অপর উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহা। ঋষভ পন্থ লাগাতার ব্যর্থ হওয়ায় কেপ টাউনে ঋদ্ধির খেলার ক্ষীণ সম্ভাবনা রয়েছে। তাই অনুশীলনে কোনও ঘাটতি রাখছেন না তিনি। ছবি সৌজন্য: বিসিসিআই ট্যুইটার
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে আগুন ঝড়িয়েছেন ভারতীয় পেসার মহম্মদ শামি। তৃতীয় টেস্টে আরও একবার ভারতীয় দলের পেস অ্যাটাকের প্রধান দায়িত্ব যে তার কাধে সেটা ভালো করেই জানেন শামি। ছবি সৌজন্য: বিসিসিআই ট্যুইটার
ভারতীয় দলের পেস অ্যাটাকের আরেক অস্ত্র জসপ্রীত বুমরা। দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস লিখতে হলে তাকেও যে কেপটাউনে নিজেকে ছাপিয়ে গিয়ে পারফর্ম করতে হবে সেটা ভালোই জানেন বুমরা। আগুন ঝড়াতে প্রস্তুত তিনি। ছবি সৌজন্য: বিসিসিআই ট্যুইটার
জোহানেসবার্গে চোট পেয়েছিলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। কেপটাউন টেস্টে খেলবেন না তিনি। কেপ টাউনের গতিময় উইকেটে উচ্চতার জন্য ইশান্ত শর্মার খেলার সম্ভাবনা বেশি। অনুশীলনে নিজেকে সম্পূর্ণ তৈর রাখছেন ইশান্ত। ছবি সৌজন্য: বিসিসিআই ট্যুইটার
কেপ টাউন টেস্টের আগে অনুশীলনে মগ্ন ভারতীয় দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দক্ষিণ আফ্রিকার মাটিতে স্পিনাররা সাহায্য না পেলেও অশ্বিন কিন্তু নিজের সাধ্যমত পারফর্ম করেছেন। ব্য়াট হাতেও প্রয়োজনের সময় রান করেছেন। তৃতীয় টেস্টের আগে অনুশীলনে মগ্ন তিনি। ছবি সৌজন্য: বিসিসিআই ট্যুইটার