শাকিবের ঘরে ফেরা, ভাজ্জিকে নিয়ে চমক, কেকেআরে এল আরও কোন কোন তারকা
First Published Feb 18, 2021, 10:23 PM IST
হাতে সীমিত অর্থ নিয়ে আইপিএল নিলামে নেমেছিল কেকেআর। খুব বড় প্লেয়ারকে যে নিলামের দড়ি টানাটানিতে দলে নেওয়া সম্ভব হবে না, তা একপ্রকার নিশ্চিৎ ছিল। তবে আইপিএল নিলামে এখনও পর্যন্ত ৫ জন ক্রিকেটারকে দলে নিয়েছে ২ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। তবে শাকিব ও ভাজ্জিকে নিয়ে চমক দিয়েছে কেকেআর।

আইপিএল নিলামে মাত্র ১০ কোটি ৭৫ লক্ষ টাকা নিয়ে নিয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। তাই যথেষ্ট পরিকল্পনা করেই নেমেছিল কেকেআর। প্রথমে ম্যাক্সওয়েলের জন্য কিছুটা ঝাপালেও পরে টাকার কথা মাথায় রেখে ছেড়ে দেন।

সাত মরশুম পর ফের নাইট শিবিরে প্রত্যাবর্তন করলেন শাকিব আল হাসান। ৩কোটি ২০ লক্ষ টাকায় বাংলাদেশি অলরাউন্ডারকে দলে নিল কেকেআর।

আইপিএল নিলামের প্রথম পর্বে অবিক্রিত থেকে গিয়েছিলেন ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের একসময়কার তারকা অফ স্পিনার হরভজন সিং। আইপিএলেও একাধিক দলে খেলেছেন ভাজ্জি। পরে নিলামে তার বেস প্রাইজ ২ কোটি টাকায় নিয়ে সকলকে চমকে দেয় কেকেআর।

এছাড়া ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান করুণ নায়ারকেও দলে নিয়েছে কেকেআর। ৫০ লক্ষ টাকায় দলে নেয় নাইটরা।

দলে স্পিনিং অলরাউন্ডারের অপশন বাড়াতে পবন নেগিকেও নিলামে দলে নিয়েছে কেকেআর। নেগির জন্যও ৫০ লক্ষ টাকা খরচ করতে হয়েছে কেকেআরকে।

এছাড়াও বেন কাটিং, ভৈভব অরোরা, শেলডন জ্যাকসনদেরও দলে নিয়েছে দুইবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

এবছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে উল্লেখজনক পারফরমেন্স করেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি আগে থেকেই কেকেআরের তালিকায় ছিলেন। ২০ লক্ষ টাকায় ভেঙ্কটেশকে কিনল কেকেআর।

বৃহস্পতিবার নিলাম শেষে কেকেআরের এখনও ২ জন প্লেয়ার নেওয়া বাকি রয়েছে। হাতে রয়েছে প্রায় ৪ কোটি টাকা। এখন দেখার কোন ২ জন ক্রিকেটারকে দলে নেয় কেকেআর।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?