কে থাকল দলে আর কে পড়ল বাদ, দেখে নিন মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ
- FB
- TW
- Linkdin
অজিঙ্কে রাহানে-
আইপিএল ২০২২-এর প্রথম ম্য়াচে ব্য়াট হাতে শুরুটা ভালোই করেছিলেন কেকেআরের ওপনার অজিঙ্কে রাহানে। অল্পের জন্য অর্ধশতরান মিস করেছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় ম্য়াচে ব্যাটে রান আসেনি ভারতীয় তারকা ক্রিকেটারের। চতুর্থ ম্য়াচে ওপেনিংয়ে সুযোগ পাওয়াটা পাকা অজিঙ্কে রাহানের। ব্যাট হাতে বড় রান করতে মরিয়া ডান হাতি ব্য়াটসম্য়ান।
ভেঙ্কটেশ আইয়র-
গতবার আইপিলের আবিষ্কার ছিলেন ভেঙ্কটেশ আইয়র। কেকেআরের হয়ে একাধিক ম্য়াচ উইনিং ইনিংস খেলেছিলেন তিনি। যার সুবাদেই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন বাঁ-হাতি তরুণ তারকা। সেখানেও ভালো পারফর্ম করেছেন আইয়র। কিন্তু এবার আইপিএলে ৩ ম্য়াচ হয়ে গেলেও এখনও ভেঙ্কটেশ আইয়রের ব্য়াটে বড় রান নেই। তাই মুম্বইয়ের বিরুদ্ধে ছন্দে ফিরতে মরিয়া ভেঙ্কটেশ আইয়র।
শ্রেয়স আইয়র-
একই অবস্থা কেকেআরের অপর 'আইয়র' অধিনায়ক শ্রেয়সের। তার অধিনায়কত্বের প্রশংসা হলেও ব্যাট হাতে এখনও রানের মুখ দেখেননি। তিন ম্য়াচের একটিতে বড় ইনিংস খেলতে পারেননি।কিন্তু আইপিএলের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্য়াট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন শ্রেস আইয়র। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দলের জয় তো নিশ্চই , নিজেরও রানে ফিরতে বদ্ধপরিকর।
নীতিশ রানা-
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শুরুটা ভালো করেছিলেন কেকেআরের দীর্ঘ দিনের প্লেয়ার নীতিশ রানা। কিন্তু বড় রান করতে পারেননি। পরের দুটি ম্যাচে আরসিবি ও পঞ্জাবের বিরুদ্ধে ব্য়াট হাতে রানে ফিরতে পারেননি তিনি। কলকাতার মিডল অর্ডারের বড় ভরসা নীতীশ। তাই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজের জাত চেনাতে আরও একবার মুখিয়ে রয়েছেন নীতিশ রানা।
শেলডন জ্যাকসন-
প্রথম দুটি ম্যাচে কেকেআরের হয়ে খেলেছিলেন শেলডন জ্যাকসন। ব্যাট হাতে সফল না হলেও তার উইকেট কিপিংয়ের প্রশংসা করেছিলেন সলেই। স্বয়ং সচিন তেন্ডুলর শেলডন জ্যাকসনের একটি স্টাম্প আউট ধোনির সঙ্গে তুলনা করেছিলেন। নেটে তার বিগ হিটিং ক্ষমতা মন জয় করেছে কোচ ব্র্য়ান্ডন ম্যাকালামের। তাই চতুর্থ ম্যাচে স্যাম বিলিংসের জায়গায় ফের শেলডন ফেরার সম্ভাবনা বেশি।
আন্দ্রে রাসেল-
শেষ ম্য়াচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘুম ভেঙেছে আন্দ্রে রাসেলের। ছন্দে ফিরে কার্যত প্রতিপক্ষকে ধ্বংস করে দিয়ে খেলেছিলেন ৩১ বলে ৭০ রানের ইনিংস। আন্দ্রে রসেলের ফর্মে ফেরা বাড়তি স্বস্তি জুগিয়েছে কেকেআর টিম ম্য়ানেজমেন্টকে। নিজের ফর্ম ধরে রাখা ও আরও বেশি ছক্কা মারার হুঙ্কারও দিয়ে রেখেছেন কেকেআর তারকা। বল হাতে সেরাটা দিতে চাইছেন দ্রে রাস।
সুনীল নারিন-
কেকেআরের স্পিন অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্রের নাম সুনীল নারিন। তার মিস্ট্রি স্পিনের মায়াজাল যে এখনও বিপক্ষের ব্যাটসম্য়ানরা পুরোপুরি বুঝে উঠতে পারেননি সেই কথা বারবার প্রমাণিত হয়েছে। এবার বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন ক্যারেবিয়ান তারকা স্পিনার। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে সুনীল নারিন।
প্যাট কামিন্স-
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর দলে সবথেকে বড় চমক হতে পারেন প্যাট কামিন্স। শিবম মাবির পরিবর্তে ও উপরের দিকে স্যাম বিলিংসের পরিবর্তে শেলডন খেললে কামিন্সের খেলায় কোনও সমস্যা নেই। ফলে কেকেআরের পেস অ্যাটাকের শক্তি অনেক গুন বেড়ে যাবে। প্রয়োজনে ব্য়াট হাতও গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে সক্ষম প্যাট কামিন্স। মুখিয়ে রয়েছেন মাঠে নামার জন্য।
টিম সাউদি-
দলে দ্বিতীয় বিদেশী পেসার হিসেবে খেলতে দেখা যাবে টিম সউদিকে। এবার আইপিলের কেকেআরের হয়ে ভালো পারফর্ম করছেন কিুই তারকা পেসার। বল হাতে উইকেট নেওয়ার পাশাপাশি ফিল্ডিংয়ে ও এই বয়সে সেরাটা উজার করে দিয়েছেন। কামিন্স ও উমেশ যাদবের সঙ্গ যুগবন্দীতে টিম সাউদির বোলিং কেকেআরের পেস অ্যাটাকের বৈচিত্র অনেকটাই বাড়িয়ে দেবে।
উমেশ যাদব-
বর্তমানে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে বেগুনী টুপির অন্যতম দাবিদার হয়ে উঠেছেন কেকেআরের অভিজ্ঞ পেসার উমেশ যাদব। বল হাতে রীতিমত আগুন ঝরাচ্ছেন উমেশ। নিজের ছন্দ ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী কেকেআর তারকা পেসার। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একইরকমভাবে আগুন ঝরিয়ে দলকে সাফল্য এনে দিতে মরিয়া 'বিদর্ভ এক্সপ্রেস' ।
বরুণ চক্রবর্তী-
কেকেআরেল স্পিন অ্যাটাকের অপর সেরা অস্ত্র মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। তবে আইপিএল ২০২২-এ এখনও পর্যন্ত নিজের চেনা ছন্দে আসতে পারেননি তিনি। তবে পুরোপুরি ফর্ম ফিরতে মুখিয়ে রয়েছেন বরুণ চক্রবর্তী। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেরাটা দেওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।