টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ড্র বা টাই হলে কোন দল পাবে ট্রফি, কী বলছে আইসিসির নিয়ম
শুক্রবার সাউদ্যাম্পটনের এজিয়াস রোজ বোল মাঠে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে বিশ্ব জুড়ে চড়ছে উন্মাদনার পারদ। তবে হাওয়া অফিস বলছে ম্যাচে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সেক্ষেত্রে নেওয়া হবে কি ব্যবস্থা। এছাড়াও যদি ফাইনাল ম্যাচ ড্র হয়, তবে কাদের হাতে ট্রফি উঠবে? সেক্ষেত্রে কী রয়েছে আইসিসির নিয়ম। জেনে নিন বিস্তারিত।
| Published : Jun 17 2021, 12:58 PM IST
- FB
- TW
- Linkdin
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের একদিনের বিশ্বকাপ বা টি২০ ম্যাচের মত ড্র হলে কোনও সুপার ওভারের নিয়ম থাকছে না।
একদিনের বিশ্বকাপের ফাইনালে সুপার ওভারেও টাই হওয়ার পর দুই দলের বাউন্ডারি সংখ্যার বিচারে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। সেই নিয়মও টেস্ট চ্যাম্পিয়নশিপের থাকছে।
যদি পাঁচদিন খেলার পরেও কোনও ইতিবাক ফলাফল না আসে, তাহলে কোনও অতিরিক্ত দিনে আর খেলা হবে না। এই পরিস্থিতিতে ম্যাচ ড্র বলেই ঘোষিত করে দেওয়া হবে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র হলে বা টাই হলে ভারত ও নিউজিল্যান্ড, উভয় দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করবে আইসিসি।
যদি প্রাকৃতিক বা অন্য কোনও কারণে নেট প্লেয়িং টাইমের কোটা পূর্ণ করা না যায়, একমাত্র তখনই ম্যাচ রিজার্ভ ডে বা ষষ্ঠ দিনে গড়াবে।
নেট প্লেয়িং টাইম হল আইসিসি নির্ধারিত খেলার নূন্যতম সময়। পাঁচদিনে ৬ ঘণ্টা করে মোট ৩০ ঘণ্টা নেট প্লেয়িং টাইম নির্ধারণ করা হয়েছে আইসিসির তরফে।
উদাহরণ হিসেবে বলা যায়, যদি ম্যাচের কোনও এক দিনে বৃষ্টি বা মন্দ আলোর জন্য এক ঘণ্টার খেলা নষ্ট হয় এবং যদি পাঁচ দিনের মধ্যে সেই খামতি মিটিয়ে দেওয়া যায়, তবে রিজার্ভ ডে'তে ম্যাচ গড়াবে না।
যেই দল চ্যাম্পিয়ন হবে ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১ কোটি ৭১ লক্ষ ৭৪ হাজার টাকার কিছু বেশি। সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বিশেষ দন্ড তো থাকছেই।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি ড্র বা টাই হয়, তার উপায়ও জানিয়ে দিয়েছে আইসিসি। ড্র-র ক্ষেত্রে মোট পুরস্কার মূল্য সমানভাগে ভাগ করা হবে দুই দলের মধ্যে। ট্রফিও দুই দল নির্দিষ্ট সময় ভাগ করে একে অপরের কাছে রাখবে।