মুখার্জি বাড়ির ব্যস্ততা এখন তুঙ্গে, তারই মাঝে পোজ দিয়ে নজর কাড়লেন কাজল
ব্যস্ততার মাঝেও নয়া লুকে হাজির কাজল। মুখার্জি বাড়ির পুজোর দিকেই এখন সকলের নজর। এক কথায় বলতে গেলে বিটাউনের ঢল নামে এই পুজোর আসরে। তারই মাঝে সকলের নজর কাড়তে নিজের স্টেইল স্টেটমেন্টও বজায় রাখলেন কাজল পুরো দমে।
115

পুজোর আমেজেই নয়া লুকে ধরা দিলেন এদিন বলি অভিনেত্রী কাজল।
215
বেশ কয়েকদিন ক্যামেরার সামনে তিনি না থাকলেও বর্তমানে তিনি নিজের এক স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছে। তাই ফলো করলেন পুজোতেও।
315
সেলিব্রিটি নয়, এদিন যেন কাজল একজন ঘরোয়া বউ। পরিবারকে সঙ্গে নিয়েও মেতে উঠলে শারদীয়ায়।
415
মুখার্জি বাড়ির চলতি বছরের দূর্গা প্রতিমাটি হয়েছে এক কথায় চোখ ধাঁধাঁনো। সাবেকি সাজেই মাজান্য হল দুর্গাকে।
515
থিমের ঘনঘটা নয়, নিয়ম মেনেই নিষ্ঠাসহকারে পুজোয় মাতেন কাজল। যা এই পুজো সকলের থেকে আলাদা করে তোলে।
615
পুজোয় সমানভাবে সামিল হন তাঁর পরিবার। এদিন কাজলের বোনকে দেখতেও বেশ সুন্দর লাগে।
715
দুর্গাপুজো মানেই আড্ডা, মজা, খাওয়া ঘোরা, আনন্দের তালিকা থেকে বাদ পড়ে না কিছুই। সেই একই মুডে ধরা দিলেন কাজল।
815
পরিবারের সকলের সঙ্গে এই পুজোয় পাল্লা দিয়ে কাঁধে কাঁধ মেলান রানি মুখোপাধ্যায়ও।
915
1015
তবে এবারে এখনও ফ্রেমে ধরা দিলেন না রানি মুখোপাধ্যায়। বর্তমানে মর্দানি ২ ছবির স্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী।
1115
সাবেকি পোকাশে সকলেই এদিন নজর কাড়েন। সকাল সকাল হাজির হন মণ্ডপেও।
1215
বোন আর মায়ের পরনে শাড়ি। কিন্তু লাল রঙের সালোয়ারই বেছে নিলেন কাজল।
1315
পুজোয় পুষ্পাঞ্জলি থেকে শুরু করে অতিথি আপ্যায়ন, কোনও দিকে খামতি রাখতে নারাজ কাজল। তাই সকাল সকাল এসেই সমস্তটা দেখে গেলেন তিনি।
1415
পুজোর আমেজে মেতে শারদীয়ার চারদিন এভাবেই মুখার্জি বাড়িতে বসবে তারকাদের মেলা।
1515
কেবল সেলিব্রিটিরাই নয়, এই পুজো দেখতে হাজির হন এলাকার সকলেই।
Latest Videos