জন্মদিনে ফিরে দেখা স্মৃতিতে অমলিন উত্তম কুমার-কে
| Published : Sep 03 2019, 12:14 PM IST
জন্মদিনে ফিরে দেখা স্মৃতিতে অমলিন উত্তম কুমার-কে
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
১৯২৬ সালের ৩ সেপেটম্বর কলকাতার আহিরীটোলাতে জন্মগ্রহণ করেন উত্তম কুমার।
210
কলকাতা বিশ্ববিদ্যালয়ের গোয়েঙ্কা কলেজে ভর্তি হলেও তিনি তিনি পড়াশোনা শেষ করতে পারেননি। এরপর তিনি কলকাতা পোর্ট ট্রাস্টে ক্লার্কের চাকরিতে রত হন। সেই সময় তিনি থিয়েটারে যোগদান করেন।
310
উত্তম কুমার কেরিয়ার শুরু করেন 'দৃষ্টিদান' ছবি দিয়ে। প্রথম দিকে তাঁর মুক্তিপ্রাপ্ত ছবিগুলি হিট লিস্টের তালিকাতে ছিল না।
410
এর পরে 'সাগরিকা', 'হারানো সুর' 'থানা থেকে আসছি', 'অ্যান্টনি ফিরিঙ্গি', 'ভ্রান্তিবিলাস', 'সপ্তপদী', 'গলি থেকে রাজপথ', 'সন্ন্যাসী রাজা'-র মতো সুপারহিট ছবিগুলিতে অভিনয় করেন।
510
সত্যজিৎ রায়ের সঙ্গেও কাজ করেন উত্তম কুমার। সত্যজিৎ রায়ের 'নায়ক', 'চিড়িয়াখানা' ছবিতেও অভিনয় করেন।
610
উত্তম- সুচিত্রা জুটি এখনও বাঙালীর মননে অমলিন। সুচিত্রা সেন এর সঙ্গে তিনি বেশ কয়েকটি উল্লেখ্যযোগ্য ছবিতে অভিনয় করেন। 'সপ্তপদী', 'হারানো সুর', 'চাওয়া-পাওয়া','সাড়ে চুয়াত্তর','ইন্দ্রাণী','শাপমোচন'-এর মতো ছবিগুলিতে অভিনয় করেন।
710
সেরা অভিনেতা হিসেবে তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পান। ১৯৬৭ সালে তিনি প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পান। এছাড়াও তাঁর অভিনয়ের জন্য অসংখ্য পুরষ্কার পেয়েছিলেন তিনি।
810
বাংলার পাশাপাশি তিনি হিন্দি সিনেমাতেও অভিনয় করেন তাঁর উল্লেখ্য হিন্দি সিনেমাগুলি হল 'ছোটি সি মুলাকাত', 'অমানুষ', 'আনন্দ আশ্রম', 'দুরিয়া'।
910
এছাড়া তিনি অল ইন্ডিয়া স্টুডিও-তে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বদলে এক বছর চন্ডীপাঠ করেন।
1010
১৯৮০ সালের ২৪ জুলাই আচমকা তাঁর দেহাবসান ঘটে। তাঁর সেই আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছিল টলিপাড়া থেকে শুরু করে তাঁর ভক্তবৃন্দরাও।