- Home
- Sports
- Football
- দীর্ঘ দু-দশকে লিও গড়েছেন অসংখ্য রেকর্ড, মেসি-বার্সা সম্পর্ক ইতির আবহে জেনি নিন সেই পরিসংখ্যান
দীর্ঘ দু-দশকে লিও গড়েছেন অসংখ্য রেকর্ড, মেসি-বার্সা সম্পর্ক ইতির আবহে জেনি নিন সেই পরিসংখ্যান
- FB
- TW
- Linkdin
ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে ১০ টি লা লিগা, ৬টি কোপা দেল রে, চারটি চ্যাম্পিয়নস লিগ ও ৩টি ক্লাব বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি। এছাড়াও সব মিলিয়ে ক্লাবের হয়ে মোট ৩৪টি ট্রফি জিতেছেন লিও।
দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময়ের কেরিয়ারে বার্সেলোনার হয়ে ৪৮৫ ম্যাচে ৪৪৪টি গোল করেছেন লিওনেল মেসি। যা বার্সেলোনা ও লা লিগার ইতিহাসে এক অনন্য রেকর্ড।
লা লিগার ইতিহাসে এক মরসুমে সর্বোচ্চ ৫০টি গোল, ইউরোপীয় ফুটবলের ইতিহাসে এক মরসুমে ৭৩টি গোল ও এক ফুটবল মরসুমের ইতিহাসে সর্বোচ্চ ৯১টি গোলের রেকর্ড রয়েছে মেসির দখলে।
কোন ক্লাবের হয়ে বিশ্বে একমাত্র ফুটবলার হিসেবে পরপর ১০ মরসুমে ৪০টি করে গোলের রেকর্ড রয়েছে মেসির। যা বিশ্বের অন্যান্য ফুটবলারদের ক্ষেত্রে ভাঙা প্রায় অসম্ভব।
একমাত্র ফুটবলার হিসেবে কোন নির্দিষ্ট ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১১৫টি গোলের রেকর্ড মেসির। যা অনেক ফুটবলারের কাছেই ঈর্ষার হতে পারে।
বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ চির প্রতিদ্বন্দ্বী দুই দল। এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে অর্থাৎ এল ক্লাসিকোয় ব্যক্তিগত সর্বাধিক ২৬টি গোলের নজির রয়েছে মেসির দখলে।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অনন্য নজির সৃষ্টি করেছেন এলএমটেন। একটি, দুটি নয় চ্যাম্পিয়নস লিগে মেসি করেছেন আটটি হ্যাটট্রিক। যেই রেকর্ড ভাঙা অসম্ভব প্রায়।
এক সপ্তাহে করা গোলের নিরিখেও শীর্ষে রয়েছে লিওনেল মেসির নাম। ২০১০ সালে এক সপ্তাহে ১০টি গোল করেন আধুনিক ফুটবলের যাদুকর। যেই রেকর্ড এখনও অটুট।
একটানা ম্যাচে গোল করার নজিরও রয়েথে মেসির দখলে। টানা ২১ ম্যাচে গোল করে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন মেসি। টানা ২১ ম্যাচে তার গোল সংখ্যা ৩৩টি।
ফুটবল ইতিহাসে সব থেকে বেশি মোট ৬ বার ব্যালন ডি অর জেতার নজির রয়েছে মসির দখলে। একইসঙ্গে টানা ১১ বার ব্যালন ডি অরের জন্য মনোনীত হয়েও রেকর্ড সৃষ্টি করেছেন মেসি।
সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসাবে ৩ বার ব্যালন ডি'অর পুরস্কার জয় করেন মেসি। মাত্র ২৪ বছর, ৬ মাস এবং১৭ দিন বয়সের মধ্যেই তিন তিনবার ব্যালন ডি অর জিতে ফেলছিলেন মেসি।
ক্লাব ও দেশের হয়ে ইতিমধ্যেই ৭০০ গোলের নজির পার করে ফেলেছেন মেসি। তার মধ্যে ক্লাবের হয়ে ৭৩১ ম্যাচে ৬৩৪ গোল করেছেন লিও। আর্জেন্টিনার হয়ে ১৩৮ ম্যাচে ৭০ গোল করেছেন তিনি।