- Home
- Sports
- Football
- উষ্ণতার আবেদনে বিশ্বকে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন নেইমারের বোন, খ্যাতির দৌড়ে হয়তো পেছনে ফেলে দেবেন দাদাকেও
উষ্ণতার আবেদনে বিশ্বকে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন নেইমারের বোন, খ্যাতির দৌড়ে হয়তো পেছনে ফেলে দেবেন দাদাকেও
- FB
- TW
- Linkdin
নেইমারের বোনার নাম রাফালে স্যান্টোস। তার হট লকুস পাগল করে তোলে সকলেই।
দাদা যেমন পায়ের জাদুতে ফুটবল দুনিয়ায় রাজ করেন, তেমনই বোন তার হট লুকসে মাত করেন সকলকে।
সোশ্যাল মিডিয়ায় খবই সক্রিয় রাফালে স্যান্টোস। তার ছবি অপেক্ষা বসে থাকেন লক্ষ লক্ষ ভক্ত
সোশ্যাল মিডিয়ার রাফালের ভক্তের সংখ্য শুনেল অবাক হবেন। ৫৫ লক্ষেরও বেশি।
প্রায়শই নিজের হট ছবি শেয়ার করে দুনিয়া কাঁপাচ্ছেন এই ব্রাজিলিয়ান বম্বশেল।
রাফেলার একটি একটি ছবিতে লাইকের ও কমেন্টের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়ে যায়।
এমন কিছু ছবি রয়েছে যেখানে রাফালে স্যান্টোসের পোষাক কম পড়েছে শরীর ঢাকার জন্য। আশ্রয় নিয়েছেন চুলের।
রাফেলা সোশ্যাল মিডিয়ায় নিজের একের পর এক ছবি শেয়ার করে সকলকে বোল্ড করে দেন।
ক্যামেরার সামনে নিজের যৌবনের জাদু তুলে ধরতে কখনও কার্পন্য বোধ করেন না রাফেলা।
বেশিরভাগ ছবিতেই চুল খুলে রাখতে পছন্দ করেন রাফেলা। খোলা চুলকে তার স্টাইল স্টেটমেন্ট হিসেবে বিবেচনা করেন তিনি।
নেইমারের বোনের এক একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মূহূর্তের মধ্যে। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই ছবি।
বিকিনি পরে হট ফটো শুটও রাফেলার প্যাশন বলে জানা যায়। তার অ্যাকাউন্টে একাধিক বিকিনি পরিহিত ছবি রয়েছে।
মাঝা মাঝে সোশ্যাল মিডিয়ায় রাফেলার জনপ্রিয়তা টক্কর দেয় তার ভাই নেইমারকেও। তবে দুজনের মধ্যে সম্পর্ক বেশ ভাল। বর্তমানে ব্রাজিল সহ সোশ্যাল মিডিয়ায় বম্বশেল হয়ে উঠেছেন রাফেলা। প্রতিনিয়ত বাড়ছে তার ফলোয়ারের সংখ্যা। যা বেশ উপভোগই করছেন নেইমারের বোন।