রইল শীতে গাঁটের ব্যথা থেকে মুক্তির দশ উপায়, জেনে নিন কী কী করবেন
- FB
- TW
- Linkdin
প্রথমে একটি পাত্রে জল (Water) নিয়ে তা ফোটান। জল গরম হতে তাতে এক কুচি আদা ও হলুদ দিন। ভালো করে ফোটান। এবার নামিয়ে ছেঁকে নিন। জল ঠান্ডা করে পান করুন। দিনে দু বার খান এই আদা-হলুদের জল খেলে উপকার পাবেন।
গাঁটের ব্যথা থেকে মুক্তি দিতে পারে গাজর। এতে থাকা উপকারী উপাদান গাঁটের ব্যথা উপসম করে। গাজরের জুস তৈরি করুন। তা রোজ সকালে খান। নিয়মিত খেলে উপকার পাবেন।
হাঁটুর ব্যথা উপসম করতে তেল উপকারী। তেলের সঙ্গে নুন (Salt) মিশিয়ে মাসাজ করুন। নুনে প্রচুর পটাশিয়াম, ক্যালসিয়াম জিঙ্ক থাকে। যা গাঁটের ব্যথা কমাতে সাহায্য করে।
ত্বক ও চুলের যত্নে ক্যাস্টর অয়েল (Castor Oil) বেশ উপকারী। তেমনই হাঁটুর ব্যথা উপসম করতে লাগাতে পারেন ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল দিয়ে ব্যথার স্থানে মাসাজ করুন। উপকার পাবেন।
ভিটামিন ডি-র (Vitamin D) অভাবে হাঁটুর ব্যথা হয়। শীতে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেতে পারেন। এতে উপকার পাবেন। নিয়মিত এই ধরনের সাপ্লিমেন্ট খেলে ব্যথা উপসম হয়।
শীতে পর্যান্ত খাওয়া হয়না অধিকাংশরই। এর থেকে বাড়ে ব্যথা (Joint Pain)। শীতে নিয়ম করে জল খান। দেখবেন ব্যথার সমস্যা দূর হবে।
হাঁটুর ব্যথা থেকে মুক্তি পেতে হালকা এক্সারসাইজ (Exercise) করুন। এক্সারসাইজ আপনাকে মুক্তি দিতে পারে গাঁটের ব্যথা থেকে। ডাক্তারি পরামর্শ নিয়ে তবেই এক্সারসাইজ করবেন।
রোজ খালি পেটে মেথির জল খান। আগের দিন রাতে এক কাপ জলে ১ চামচ মেথির জল (Fenugreek Water) ভিজিয়ে রাখুন। সকালে তা ছেঁকে খেয়ে নিন। নিয়মিত খেলে ব্যথার উপসম হবে।
হাঁটুর ব্যথা থেকে মুক্তি পেতে পারেন সেক করলে। রোজ ঠান্ডা ও গরম জলে সেক করুন। এই পদ্ধতি বেশ উপকারী। রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠান্ডা ও গরম জলে সেক করুন। সারাদিনের ক্লান্তি দূর হবে এর গুণে।
শীতে ঠান্ডা লাগলে ব্যথা বাড়ে। তাই সঠিক পোশাক পড়ুন। পায়ে গরম পোশাক (Winter Wear) পরুন। দেখবেন সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। সুস্থ থাকতে অবশ্যই এই নিয়ম মেনে চলা প্রয়োজন।